Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Evening Time


Sreepur, Gazipur

 সন্ধ্যা বেলাটা মানুষের মনে গভীর দাগ কাটে । সন্ধ্যা বেলায় ধরণীর বুকে শান্তি নেমে আসে । কবির মনে কত কথা উঁকি মারে । সবাই ছুটে চলে আপন ঠিকানায় । সন্ধ্যা নিয়ে কত কবি কত কথা লিখেছেন ,তার কোন শেষ নেই । গ্রামের সন্ধ্যা অতি চমৎকার । গ্রামের বুকে যেভাবে সন্ধ্যা নেমে আসে সেভাবে শহরে অনুভব করা যায় না । শহরের মানুষ সন্ধ্যার রূপ তেমন করে উপভোগ করতে পারে না । শহরে সন্ধ্যাটা নামে ছন্দ ছাড়াই । শহরে বাতির প্রভাবে সন্ধ্যার প্রকৃত রূপ মলিন হয়ে যায় । সন্ধ্যার বুকে তারা ফুটে ওঠে- এবার নামাও পাল গান ধরো, মাঝি; জলের শব্দ ঝুপঝুপ দেবে তাল। ... রেশমের মতো রোমে মাখিয়াছে খুদ, চালের ধূসর গন্ধে তরঙ্গেরা রূপ হয়ে ঝরেছে দু — বেলা নির্জন মাছের চোখেপুকুরের পাড়ে হাঁস সন্ধ্যার আঁধারে পেয়েছে ঘুমের ঘ্রাণমেয়েলি হাতের স্পর্শ লয়ে গেছে তারে .  


নীল আকাশের বুকে তখনি পাখিরা উড়বে হলদে ছায়ায়, আমিও তখন বলবো তোমায়, এসো আমার মনে এই শুভ সন্ধ্যায় । প্রকৃতি জুড়ায় দৃষ্টি তোমার নামটা ভীষণ মিষ্টি আমার মনে তুমি যেন মরুভুমিতে বৃষ্টি ।সন্ধ্যা ঘনায়ে এলো বেলা গেল ওই কোথা গেল হাঁস গুলো তই তই তই সকালে ভাসিয়াছিল, হাঁস ঝাঁকে ঝাঁকে ডেকেছিল দূর বাঁকে, পাঁক পাঁক পাঁক। সারাদিন বয়েগেল, এখনো- না ফিরে এলো কোথা ডাকি কই গেলো, কার কাছে কই, কই গেলে আয় আ তই তই তই। আঁধার নামিছে ধীরে বালুচরে নদী তীরে বেলা গেল কোন দূরে কত ।সন্ধ্যা রাতের তারা। পূর্নিমারই জোৎসনা তুমি শ্রাবনের বাদল ধারা। বসন্তেরই পলাশ বনে তুমি রঙ্গিন ফুল। চিনতে তোমায় পারিনি যে এই ছিল মোর ভুল। ঝর্ণার মত রিম ঝিমিয়ে হাসির ধারা বয়। মিষ্টি মুখের দুষ্ট হসি কেরেছে এই হৃদয়। তুমি আস স্বপ্ন হয়ে গভির আধার রাতে। শুভ্র সাদা পরির মত মিলাও পূর্ণিমাতে। জোনাক জলা সন্ধ্যা বেলা আসবে তুমি কাছে ।এই জনমের এই রূপের এই খেলা. এবার করি শেষ;. সন্ধ্যা হল, ফুরিয়ে এল বেলা,. বদল করি বেশ। যাবার কালে মুখ ফিরিয়ে পিছু. কান্না আমার ছড়িয়ে যাব কিছু,. সামনে সে-ও প্রেমের কাঁদন ভরা. চির-নিরুদ্দেশ। বঁধুর চিঠি মধুর হয়ে আছে. সেই অজানার দেশে। প্রাণের ঢেউ সে এমনি করেই নাচে. এমনি ভালোবেসে। সেখানেতে আবার সে কোন্‌ দূরে. আলোর বাঁশি বাজবে গো এই সুরে । সন্ধ্যা তুমি আমায় ‍ দিয়েছ শান্তি । তোমার আগমনে ভুলে যাই যত ক্লান্তি । সন্ধ্যা বেলা দুর আকাশে মেঘের দল ভেসে ভেসে যায় ,পাখিরা ঘরে ফিরে । রাখাল ফিরে গরুর দল সাথে নিয়ে । চারিদিকে যেন ঘরে ফেরার আয়োজন । ক্লান্ত পথিক খুঁজে ফিরে পথের ঠিকানা । 













Post a Comment

0 Comments