ক‌বিতার‌ ডা‌য়ে‌রি ,পর্ব - ৫ ( দুরন্ত তারুণ্য :৮২ নং ক‌বিতা ) - Jamini Kishore Roy

ক‌বিতার‌ ডা‌য়ে‌রি ,পর্ব - ৫ ( দুরন্ত তারুণ্য :৮২ নং ক‌বিতা )

Share This
যা‌মিনী কি‌শোর রায়ের বিখ্যাত ক‌বিতা

           ~: দুরন্ত তারুণ্য: ~ ৮২
                   

   ১
আ‌মি দুর্বার দুরন্ত
আ‌মি অসীম উদার অনন্ত ।
আ‌মি জয় ক‌রিব সব
তু‌লিব সব বিজয় গৌরব ।
আ‌মি আমা‌রে ছাড়া কা‌রে কভু ক‌রি না ভয়
আ‌মি একা‌কি দুর্জ‌য়ে ক‌রিব জয় ।
ক‌রিনা ভয় কভু বু‌লেট বোমা বিষাক্ত তীর
‌ভে‌ঙে যাব কভু মচকা‌বোনা নোয়া‌বোনা শির ।।
আ‌মি বিশ্ব‌কে নিত্য হা‌তের মু‌ঠোয় ক‌রে দেখব
‌বিজয় গাঁথা স্ব‌গৌর‌বে শুধু লেখব ।
ভুত,‌প্রেত ,স‌ত্যের প্র‌শ্নের ভয়
ও তো ভীরু কাপুরু‌ষের ;আমার নয় ।
সত্যই সাধনা আমার সত্যই ব্রত
‌পিছু হটব না কভু আমি এগি‌য়ে যাব অবিরত ।
মানব না কভু আমি অন্যায় শোষন অবিচার
‌ছি‌নি‌য়ে নেব ন্যায্য পাওনা আপন অধিকার ।।
যারা শোষক ,শয়তান অত্যাচারীর রাজা
অ‌সি নয় ম‌সির দ্বারা তা‌দের দি‌য়ে দেব সাজা ।
আ‌মি মা‌নি না হিন্দু মুস‌লিম ,‌বৌদ্ধ খ্রিস্টান
ক‌রে যাব সবা‌রে সাধ্যমত দান ।
                        ২
আ‌মি উল্কার মত ছু‌টে চ‌লি সকাল দুপুর সাঁ‌ঝে
উৎপী‌ড়িত ,লা‌ঞ্চিত ব‌ঞ্চিত‌দের মা‌ঝে ।
শুধু দি‌তে তা‌দের একটু ভালবাসা, সান্ত্বনা সুখ
ভ‌রি‌য়ে দি‌তে আশা ভরসায় বিরহী বুক ।।
আ‌মি উদয় হব ধরণীর বু‌কে ধুম‌কেতুর মত
স্তব্ধ ক‌রে দি‌তে পৃ‌থিবীর অন্যায় অবিচার যত ।
বন্ধ ক‌রে দেব ;‌জোর যার মুল্লুক তার
সংস্কার ক‌রিব যত কুসংস্কার ।
ন্যায্য অধিকার দেব আমি,যারা অধিকার থে‌কে প‌ড়ে‌ছে বাদ
ভু‌লি‌য়ে দেব আমি যত পৃ‌থিবী‌তে জাত বেজাত ।
সবাই য‌দি হয় সন্তান এই বিশ্বমাতার
‌কেন ত‌বে পায় না স‌বে সমান অধিকার ?
আ‌মি ম‌রেও মরব না জন্ম নেব বার বার
‌ছি‌নি‌য়ে নেব ন্যায্য পাওনা আপন অধিকার ।
আ‌মি তরুণ,আ‌মি দুরন্ত ,আ‌মি মহাবীর
‌ভে‌ঙে যাব কভু মচ্কা‌বোনা নোয়া‌বোনা শির ।
মরু পর্বত গি‌রি দেব পা‌য়ে হেঁ‌টে পা‌ড়ি
হয়‌তো মরব শত্রুর হা‌তে নয়‌তো ফেলব মা‌রি ।
আ‌মি ছু‌টে চ‌লি আপন গ‌তি‌তে ,মা‌নি না হার কা‌রো কা‌ছে
কূল কিনারা খুঁ‌জি আমি অসী‌মের মা‌ঝে ।।


                       
ঘু‌চে দেব ধরণীর যত অপবাদ অপমান
গা‌হিব আকাশ চূড়ায় সত্য আর ন্যা‌য়ের জ‌য়োগান ।
ঘু‌চে দেব ধরণীর যত হিংসা -দ্বেষ -দ্বন্দ্ব
অন্যায় -অবিচার -শোষণ ক‌রে দেব বন্ধ ।
অকাত‌রে সইব আমি যত ঘাত - প্র‌তিঘাত
‌নি‌মি‌ষে মু‌ছে দেব সকল অপমান -অপবাদ ।
স্বগৌর‌বে চলব আমি নোয়া‌বোনা শির
আ‌মি দুর্বার - দুরন্ত ,আ‌মি মহা বীর ।।
আ‌মি মন থে‌কে ফে‌লে‌ছি মু‌ছে যত দুর্বলতা - শংসয়
আ‌মি অকূ‌লের মা‌ঝে কূল খুঁ‌জি ক‌রি না কা‌রো ভয় ।
অন্যায় - অবিচার ,‌মিথ্যা আইন আমি মা‌নি না
পরাজয় কা‌রে কয় আমি তা জা‌নি না ।
‌বিশ্ব আমার ,আ‌মি বি‌শ্বের
আ‌মি দুর্বার - দুরন্ত সেবা ক‌রি নিঃ‌স্বের ।
আ‌মি আমা‌রে ছাড়া কা‌রে কভু ক‌রি না‌কো ভয়
আ‌মি দেখব - ঘুরব সারা বিশ্বময় ।।
আ‌মি চ‌লি পা‌য়ে হেঁ‌টে যেখা‌নে মরুভূ‌মি
আ‌মি নির্ভীক ,‌চির অমর ,অমৃত নি‌য়ে‌ছি চু‌মি ।
যা পা‌রি দান ক‌রি ,আ‌মি দাতা কর্ণ
আ‌মি অকাত‌রে মর‌তে পা‌রি স্ব‌দে‌শের জন্য ।
                         
আ‌মি জীবন দেব ,প্রাণ দেব ,আরও দেব রক্ত
ন্যা‌য়ের প‌থে চলব শুধু আমি যে স‌ত্যের ভক্ত ।
আ‌মি সইব না কভু অন্যায় -শোষণ -অবিচার
ম‌রেও মরব না আমি জন্ম নেব বার বার ।
কা‌জে সফলতা আনবই আমি হব না কভু ফেল
যা সত্য -স‌ঠিক বলবই আমি হয় হ‌বে জেল ।
মৃত্যু -শা‌স্তি - জে‌লের ভয়
ও‌তো ভীরু কাপুরু‌ষের ;আমার নয় ।
আ‌মি ভে‌ঙে ফেলব যত মিথ্যার প্রাচীর
আ‌মি তরুণ ,আ‌মি দুরন্ত আমি মহাবীর ।
ফাঁ‌সির ম‌ঞ্চে যাব আমি মু‌খে নি‌য়ে শা‌ন্তির হাঁসি
আ‌মি নির্ভীক ,দুর্বার গ‌তি‌তে বিপদ মা‌ঝে ছু‌টে আসি ।।
আ‌মি দেব পা‌ড়ি দুর্গম গি‌রি- পর্বত- মরু
বপন করব তারু‌ণ্যের বীজ জন্মা‌বে কত তরু ।
ভালবা‌সি এই জগৎ‌কে তাই‌তো মা‌গি শা‌ন্তি
আ‌মি ক্লা‌ন্তি হীন আমার নেই কোন ক্লা‌ন্তি ।
আ‌মি সদা সর্বদা কামনা ক‌রি মু‌ক্তি
কা‌জের ম‌ধ্যে কৃ‌তিত্ব দেখাই কথার ম‌ধ্যে যু‌ক্তি ।
আ‌মি ক‌রি না ক‌রো অনুকরণ ,‌নইকো প্রভাব যুক্ত
আ‌মি স্ব‌নির্ভর স্বতন্ত্র ,পা‌খির মত মুক্ত ।।
                           ৫
আ‌মি বি‌শ্বের ,‌বিশ্ব আমার নই‌কো আমি নিঃস্ব
তাই‌তো দেখব নিত্য হা‌তের মু‌ঠোয় ক‌রে বিশ্ব ।
আ‌মি চাই শা‌ন্তি তাই ঘু‌রি দে‌শে দে‌শে
খ‌ু‌লে ফেলব মু‌খোস ,যারা ঘুর‌ে ভন্ড বে‌শে ।
করি না ভয় কভু সাই‌ক্লোন ঝড়
আ‌মি কভু নোয়াইনা মাথা য‌দি নু‌য়ে প‌ড়ে মোর ঘর ।
আ‌মি হব বিশ্ব বিজয়ী করব সৃ‌ষ্টি ত্রাস
আ‌মি হব তা‌দের যম ,যারা কে‌ড়ে নেয় মু‌খের গ্রাস ।।
‌চির‌দিন গে‌য়ে যাব স‌ত্যের জ‌য়োগান
ঝ‌ড়ের বে‌গে ছু‌টে চলব যতক্ষণ এ দে‌হে র‌বে এই প্রাণ ।
আ‌মি আমা‌রে ছাড়া কা‌রে কভু ক‌রি না‌কো ভয়
আ‌মি নির্ভীক ,আ‌মি দুরন্ত,আ‌মি দুর্বার দুর্জয় ।
আ‌মি পাপ‌কে ঘৃণা ক‌রি পাপী‌কে নয়
মু‌ক্তি‌কে কামনা ক‌রি মা‌নি না পরাজয় ।
মর‌তে পা‌রি হা‌সি মু‌খে ,আমার নেই‌কো মৃত্যু ভয়
‌বিপদ মা‌ঝে ঝাঁ‌পি‌য়ে প‌ড়ি অম্লাণ অক্ষয় ।।
আম‌ি সংগ্রামী ,সংগ্রাম পূর্ণ আমার জীবন
দুর্বলতা নেই‌কো ম‌নে সংশয় মুক্ত মন ।
বায়ুর বে‌গে ছু‌টি চ‌লি মা‌নি না ঝড় ঝঞ্জা
যা ইচ্ছে তাই ক‌রি মন চায় যখন যা ।
                           
বু‌কে ভয়ঙ্কর জিজ্ঞাসা আমার ,কন্ঠ গুরু গম্ভীর
আ‌মি তরুণ আমি দুরন্ত আমি মহাবীর ।
‌বি‌শ্বের সবাই মোর আপনজন নয়‌কো কেহ পর
আ‌মি কভু নোয়াইনা মাথা নু‌য়ে প‌ড়ে য‌দি মোর ঘর।।
আ‌মি কভু ক‌রিনা কা‌রো রক্ত চক্ষু‌রে ভয়
আ‌মি দুর্মর ,আ‌মি দুর্বার -দুর্জয় ।
আ‌মি অসীম সাহসী বীর অভিমুন্য
অত্যাচারীর দর্প ক‌রে দেব চূর্ণ ।
আ‌মি মরব তবু মানবো না হার কা‌রো কা‌ছে
আ‌মি বীর দ‌র্পে ঝাঁ‌পি‌য়ে প‌ড়ি বিপদ মা‌ঝে ।
কা‌জের ম‌ধ্যে সফলতা করবই অর্জন
ক‌রি না ভয় কভু হিংস্র সিং‌হের গর্জন ।।
কুসু‌মের ন্যায় কোমল আমি ,ক‌ঠিন বজ্রের মত
‌পিছা‌বোনা কভু আমি এগি‌য়ে যাব অবিরত ।
আ‌মি ছু‌টে চ‌লি ও‌দের মা‌ঝে ,যারা কু‌লি মজুর কৃষাণ
আ‌মি বাজাই জ‌য়ের ডঙ্কা ,উড়াই বিজ‌য়ের নিশান ।
যারা সংসা‌রে শুধু দিল কিছুই পেল না
মানুষ হ‌য়েও মানুষ যা‌দের কিছুই দিল না ।
যারা ব‌ঞ্চিত লা‌ঞ্চিত ,উৎপী‌ড়িত দুঃখী দুর্বল
আ‌মি পা‌শে গি‌য়ে দাঁড়াব ও‌দের বাড়া‌তে ম‌নোবল ।।
                            ৭
মানু‌ষের ভালবাসা সিংহাসন আমার ,আশীর্বাদ মাথার তাজ
আ‌মি আপন গ‌তি‌তে ছু‌টে চ‌লি , ক‌রি না ভয় লোক লাজ ।
আ‌মি হব বিশ্ব বিজয়ী ,করব বিশ্ব জয়
আ‌মি দুর্বার দুরন্ত অকু‌তোভয় ।
আ‌মি অল‌সের মত অসময় বিছানায় রইনা শু‌য়ে
য‌দি আসে ঝড় নু‌য়ে প‌ড়ে মোর ঘর
আ‌মি রই দাঁড়া‌য়ে ঠাঁয় প‌ড়ি না কভু নু‌য়ে ।
আ‌মি আপনার কথায় অটল ,আ‌মি মহাবীর ভীষ্ম
‌চো‌খের পল‌কে আসব ঘু‌রে সারা বিশ্ব ।।
আ‌মি দুর্বার গ‌তি‌তে উৎপী‌ড়িত লা‌ঞ্চিত‌দের কা‌ছে ছু‌টে যাই
আমার দি‌লে কোন জা‌তি ভেদ নাই ।
আ‌মি নতু‌নের মা‌ঝে আনব ফিরা‌য়ে পুরা‌নো সব গান
নতু‌নের মা‌ঝে পুরাতন‌কে নি‌য়ে রাখব অবদান ।
আ‌মি অনুসরণ ক‌রি শুধু ,ক‌রি না কা‌রো অনুকরণ
সংগ্রাম আর সংগ্রাম ক‌রে যাব আসরণ ।
‌ফি‌রি‌য়ে আনব শা‌ন্তি শৃঙ্খলা এই পৃ‌থিবী‌ত‌ে
সারা জীবন ক‌রে যাব কাজ প‌রের হি‌তে ।।
পুঁ‌থি পো‌ড়ো‌দের বু‌ঝি‌য়ে দেব আমিও মানুষ
আমার জ্ঞান আছে বু‌দ্ধি আছে আরও আছে হুঁশ ।
সবা‌রে দেব আমি প্রেম ভালবাসা
দু'‌চোখ জু‌ড়ে স্বপ্ন দেব বুক‌ ভরা আশা ।


                         ৮
আ‌মি দামাল ,অদম্য - ক্লা‌ন্তিহীন - অবিনাশী
অবসর ক্ষ‌ণে বাঁজাই বাঁ‌শের বাঁ‌শি ।
আ‌মি জে‌দি ,‌কেউ টি‌কেনা আমার জে‌দের কা‌ছে
আ‌মি ভীতিহীন ,শঙ্কাহীন ,ঝাঁ‌পি‌য়ে প‌ড়ি বিপদ মা‌ঝে ।।
আ‌মি তু‌লে দেব মিথ্যা আইন -‌মিথ্যার প্রাচীর
আ‌মি দুর্বার - দুরন্ত - মহাবীর ।
আ‌মি আমা‌রে ছাড়া কা‌রে কভু ক‌রি না ভয়
আ‌মি অসীম সাহসী -দুর্বার -দুর্জয় ।
আ‌মি অগ্নি -রুদ্র ,সাই‌ক্লোন,ঝড় -ঝঞ্চা
অসীম সাহসী বীর আমি মৃত্যুর সা‌থে ল‌ড়ি পাঞ্চা ।
আ‌মি শান্ত হব সেই দিন
পৃ‌থিবীর বু‌কে শা‌ন্তি ফি‌রে আস‌বে যে দিন ।।
‌যে‌দিন হাস‌বে মানুষ শান্ত সু‌খের হা‌সি
‌প্রেম -ভালবাসা বাঁ‌ধি‌বে বাসা হৃদ‌য়ে আসি ।
আ‌মি সেই দিন হব চির শান্ত সংগ্রাম করিব না আর
‌যে‌দিন সবাই পা‌বে সমান সমান ন্যায্য অধিকার।
মানুষ যে‌দিন ভু‌লে যা‌বে জা‌তি ভেদ, কুৎ‌সিত কদাকার
কা‌লো আর ধ‌লো ব‌লে ঘৃণা কর‌বেনা কেউ কাউ‌কে আর ।
পৃ‌থিবীর বু‌কে যা‌বে চু‌কে যত হিংসা দ্বেষ দ্বন্দ্ব
অত্যাচারীর অত্যাচার হ‌য়ে যা‌বে বন্ধ ।।
আ‌মি তাই সংগ্রাম ক‌রে যাই এস‌বের জন্য
য‌দি ম‌রি সংগ্রাম করি হব যে বড় ধন্য ।
সংগ্রামী তরুণ আমি ,শ‌ক্তি আমার অফুরন্ত
আ‌মি মহাবীর ; দুর্জয় -দুর্বার -দুরন্ত ।
তথ্য : ২০০০ইং সা‌লে দশম শ্রেণী‌তে পড়াকালীন সম‌য়ে লিখা হ‌য়ে‌ছিল ক‌বিতা‌টি । বিদ্যাল‌য়ে শিক্ষক‌দের মা‌ঝে খুবই আলো‌চিত হ‌য়ে‌ছিল ক‌বিতা‌টি । এখন পর্যন্ত আমার জীব‌নের শ্রেষ্ঠ ক‌বিতা এটি ।

Pages