Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

I am in Nature


Join a Bazar, Sreepur, Gazipur.
প্রকৃতির মাঝে ঘুরতে কার না ভাল লাগে । সেটা যদি হয় সবুজ প্রকৃতি ,তবে তো কথাই নেই । আমি মাঝে মাঝেই হারিয়ে যাই প্রকৃতির মাঝে । ছোট বেলা থেকেই প্রকৃতি আমাকে খুবই ডাকে । প্রকৃতির ডাকে সাড়া দিতেই হঠাৎ করে হারিয়ে যাই প্রকৃতির মাঝে । সাধারণ জিনিস গুলো অনেকে ভাল করে দেখেই না । আমি সাধারণ জিনিস গুলো অসাধারণ ভাবে দেখি । অন্যের সাথে হয়তো এখানেই আমার পার্থক্য । কখনো ফাঁকা মাঠে ,কখনো নদীর পাড়ে,কখনো বনের মাঝে একাকী ঘুরতে যাই । নিজের মনেই একাকী কথা বলি । ঘুরতে গিয়ে যে আনন্দ পাই তা ভাষায় প্রকাশ করতে পারব না ।




মাওনার পাশে জৈনা বাজারের কাছে একটা নার্সারীতে গেলাম চারা গাছ কেনার জন্য । নার্সারীর আয়তন অনেক বড় । বিভিন্ন রকম গাছ গাছালিতে ভরে রয়েছে । আমি এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরলাম । সবুজের মাঝে ঘুরতে খুবই ভাল লাগলো । ছোট বেলায় আমিও স্বপ্ন দেখতাম, একটা নার্সারী করব । সে আশা এখন পর্যন্ত পূরণ হয় নি । তবে এ ব্যবসাটা আমার খুবই ভাল লাগে । টাকা ইনকামের সাথে সাথে পরিবেশেরও অনেক উপকার করা হয় । দেশের উন্নয়নে ভূমিকা রাখা যায় । নার্সারীতে গেলে মনে হয় সব গুলো গাছের চারা নিয়ে যাই লাগানোর জন্য । 
আজ অনেক দিন পর সবুজ প্রকৃতির মাঝে এসে খুবই ভাল লাগছে । বুক ভরে তাজা বাতাস গ্রহণ করতে পারলাম । ধূলিময় শহরে কোথায় পাব সেই মুক্ত বাতাস । এমন সবুজের মাঝে এসে আজ যেন প্রাণ শক্তি বৃদ্ধি হল । চোখ যেন বড়ই আরাম পেল । নাক যেন মুক্ত বায়ুর সংস্পর্শ পেল । শরীর যেন সবুজের সান্নিধ্য অনুভব করলো । সবুজের মাঝে আসলে এমনিতেই নিজেকে তরতাজা লাগে । আজ আমি অনেক প্রেরণা শক্তি পেলাম । সবার উচিৎ মাঝে মধ্যে মুক্ত প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া । 









































Post a Comment

1 Comments