Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

In Nursery at Joina Bazar,Sreepur,Gazipur


অফিসের বাগানের জন্য কিছু ফুল,ফল ও গাছের চারা কেনার জন্য জৈনা বাজারে গেলাম । শ্রীপুরের মাওনার কিছু দুরেই জৈনা বাজার । ওখানে বেশ কয়েকটা নার্সারী রয়েছে । আমরা একটাতে গেলাম । এটা আয়তনে অনেক বড় । বিভিন্ন রকমের গাছপালা রয়েছে এখানে । নার্সারীতে প্রবেশ করার সাথে সাথেই মনটা ভাল হয়ে গেল । বিভিন্ন রকম গাছ পালা দেখে খুবই ভাল লাগছে । সবুজের মাঝে আজ যেন হারিয়ে যেতে এসেছি । লেবু,কমলা লেবু গাছের ডালে ঝুলে রয়েছে । বনসাঁই,বিভিন্ন প্রজাতির ফুল গাছ,মরিচ গাছ ,পাতা বাহার রয়েছে এখানে । আমি পুরা নার্সারী  ঘুরে ঘুরে দেখলাম । এ প্রান্ত থেকে ও প্রান্ত চারিদিকে ঘুরলাম ।


 
কারো যদি মন খারাপ থাকে ,তাদের কে বলব সময় পেলে নার্সারীতে ঘুরে আসুন ,এক নিমিষেই মন ভাল হয়ে যাবে । বিভিন্ন প্রকার গাছ পালার সান্নিধ্য পেলে মন এমনিতেই ভাল হয়ে যাবে । আমার ভাল লাগার অনেক গুলো জায়গার মধ্যে নার্সারী হল একটি । এখানে গেলে মন এমনিতেই ভাল হয়ে যায় । আমার মতে নার্সারীর মত জায়গা খুব কমই হয় । 
অফিসের জন্য আনেক গুলো চারা কেনা হল । কয়েক প্রকারের ফুল গাছ ,কিছু পাম জাতীয় গা্যছ,কিছু পাতা বাহার জাতীয় গাছ ,কয়েকটি মরিচ গাছ কেনা হল । অফিসের গাড়িতে করে গিয়েছি,তাই । আলাদা ভাবে গাড়ি ভাড়া করতে আর হয় নি । সাড়া বিকেল বেলাটা আজ খুবই ভাল কাটল । অনেক দিন পর মুক্ত জায়গায় ঘুরতে পারলাম । মনটা আজ অনেক ফ্রেশ হয়ে গেল । 





















Post a Comment

0 Comments