Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Once upon a time in a Street

Dhaka - Mymensingh High Way
Mawna,Sreepur,Gazipur.

Dhaka-Mymensingh Road
একাকী সময়                   
                                      
                                                 আব্দুল্লাহ্ আল মামুন                                       

 ভালো আছি,

একা একা স্বপ্ন দেখি,
হাটতে যাই খোলা রাস্তায়।
মুক্ত আছি, একা আছি।
ভেবোনা কেউ ভালো নেই।
ভালো আছি।
একা আছি।
বেশতো কেটে যায় দিনরাত্রি।



এখন আর কল্পনাতে ভাবিনা অগোছালো কিছু।
আর ভাবনাতে তোমাকে চাইনা।
অন্য কোন ভাবনাতে না হয়।
একাকী হয়ে যাবে সেও।

ভালো আছি।
মুক্ত আর শান্ত হয়ে।।

জেনে গেছি একাকী থাকার সুখ আছে।
সব জালা যন্ত্রণা মিছে।
কারো কথা মানতে হয়না।
ভাগ করে দিতে হয়না অলস সময়।

একাকী সময়।
কারো গোলাম নয়।
রাজার মতো বাচতে শেখায়।
যুদ্ধার মতো লড়তে শেখায়।

একাকী সময়।
সেতো তোমার খুঁজে ঘুম নষ্ট করে না।
নষ্ট করেনা ভালোবাসা গুলোকে,
মনে ভেতরের আবেগ গুলোকে নষ্ট করেনা।

বারবার কষ্ট দেয় না।

একাকী সময়।
আমার মতো করে আমার কাছে থাকে।

একাকী সময়।
আঘাত করে না, কষ্ট দেয় না।
মনের উপর প্রহার করে না।

করেনা মানসিক অত্যাচার।
করে না অভিমানের নামে মিথ্যাচার।

একাকী সময়ে,
আপনার সাথে, ভালো আছি।

তাই তোমাকে খুঁজিনা।
অন্য কিছু বুঝি না।

একাকী সময়।
করেনা চিন্তাতে চেতনায় প্রহার।
করেনা তোমার মতো মানসিক অত্যাচার।