Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Clouds Of Evening

সন্ধ্যার মেঘ মালা 
কোন কোন সন্ধ্যাবেলা মেঘেরা বিভিন্ন রুপ ধারণ করে । কখনো রঙিন হয় ,কখনো সাদা ছেঁড়া,কখনো গাছের আকার ধারণ করে,কখনো বা মাছের । অস্তমিত সূর্যটা যখন পশ্চিম আকাশে ঢলে পড়তে থাকে,তখন বিভিন্ন রঙের মেঘ সুন্দর একটা পরিবেশের সৃষ্টি করে । সন্ধ্যার মেঘের অনেক তাৎপর্য রয়েছে সাহিত্যের ক্ষেত্রে । সন্ধ্যার মেঘ নিয়ে কবি সাহিত্যিকেরা কত যে সাহিত্য রচনা করেছেন তার মাপাজোখা নেই । সন্ধ্যার সময় মেঘের দিকে তাকিয়ে পখ ভ্রষ্ট মানুষ পথের দিশা খোঁজে । ক্লান্ত পথিক মেঘের দিকে তাকিয়ে  শান্তি খুঁজতে থাকে ।



নানা রঙের সন্ধ্যার মেঘ আকাশে পাখা মেলে ঘুরে বেড়ায় । মেঘের সাথে পাখির ঝাঁক পাল্লা দিয়ে ছুটে চলে । সন্ধ্যার মেঘ আর বৃক্ষরাজি একই সুত্রে বাঁধা হয়ে যায় । সন্ধ্যার মেঘ মানব জীবনে অনেক প্রশান্তি নিয়ে আসে । আমি প্রায় সময় সন্ধ্যা বেলা মেঘের দিকে চেয়ে থাকি আর জীবনের কথা ভাবতে থাকি । মানব জীবন কত বৈচিত্রময় । আমার কাছে মাঝে মাঝে জীবনটাকে সন্ধ্যার মেঘের মত মনে হয় । সন্ধ্যার মেঘ যেমন ক্ষণে ক্ষণে রঙ বদলায় ,তেমনি আমাদের জীবনটাও ক্ষণে ক্ষণে রঙ বদলায় । আমি অপলক দৃষ্টিতে চেয়ে চেয়ে থাকি আকাশের দিকে আর দেখি নানা রঙের মেঘের আনাগোনা । নানা রঙের মেঘ আকাশটাকে রঙে ভরিয়ে তোলে । 









Post a Comment

0 Comments