Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Picture of Pushpita Roy Payel

পায়েল এখন পর্যন্ত এক মাত্র ভাতিজি আমার । পরিবারে একটা কন্যা সন্তানের অভাব যখন সবাই অনুভব করেছিলাম ,তখনই পায়েল এলো আমাদের পরিবারে । একুশে ফেব্রুয়ারীতে তার জন্ম । দিনটি খুবই স্মরণীয় । এদেশের প্রেক্ষাপটে দিনটির গুরুত্ব অনেক । এই দিনে পায়েল জন্ম গ্রহন করেছে । তার আগমনে সবার মনে আনন্দ । সাধারন গ্রামের মানুষ মেয়ে সন্তান হলে মন খারাপ করে ,খুশি হয় না । আমাদের পরিবারে হয়েছে তার বিপরীত । কন্যা সন্তান ঈশ্বরের আশীর্বাদ । এটাকে সাধারন মানুষ কেন যে গ্রহণ করতে চায় না,বুঝি না


  । 

পায়েল কে পেয়ে আমরা সবাই খুশি । ধুমধাম করে তার অন্নপ্রাশন করা হয়েছিল । এখানে পায়েল এর অন্নপ্রাশন এর ছবি দিয়েই এই পোস্ট টা শুরু করেছি । তার বিভিন্ন সময়ের ছবি সংরক্ষণ করার জন্যই মুলত ব্লগে ছবি আপলোড করেছি । ছবি কথা বলে । পায়েল যখন বড় হবে ,তখন ছবি দেখে সে অবাক হয়ে যাবে । আমার ব্যক্তি গত তাগিদ থেকেই ছবি সংরক্ষন করতে শুরু করেছি । একটি শিশু ধীরে ধীরে যখন বড় হয় ,তার সে পরিবর্তন এর ছবি গুলো যদি সংগ্রহ করে রাখতে পারি , অদূর ভবিষ্যতে তা অনেক কাজে দেবে । মানুষ বদলে যায়,সময় বদলে যায় কিন্তু স্মৃতি থেকে যায় । পুরনো স্মৃতি রোমন্থন করতে সবারই ভাল লাগে । মাঝে মাঝে পুরনো দিনের স্মৃতির মাঝে হারিয়ে যেতে বড় ভাল লাগে ।
এ পোস্টের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্ঠা করেছি পায়েলের কিছু স্মুতি । কয়েক মাস বয়স থেকে কয়েক বছর পর্যন্ত পায়েলের ছবির খন্ড চিত্র তুলে ধরেছি মাত্র । 
এই ছবি গুলো পায়েলের অন্নপ্রাশনের সময়কার । বেশি ছবি নেই ।গুটি কয়েক ছবি সংগ্রহ করতে পেরেছি মাত্র ।