দেবাশীষ রায় সুপ্রিয় আমার ভাতিজা । পরিবারের বড় ছেলে সে । তার দাদুর বংশের বড় নাতি সে । সবার আদরের বড় বলেই তার নাম দিয়েছিলাম সুপ্রিয় । বাংলা দেশের একজন নাম করা সিনেমা পরিচালক ছিলেন দিলীপ বিশ্বাস । ওনার ছেলের নাম দেবাশীষ । দাদাও দীর্ঘ দিন যাত্রা পরিচালনা করেছেন । যখন সুপ্রিয়র জন্ম হয়ছিল ,রাশি গত ভাবে তার নাম রাখা হয়েছিল দেবাশীষ । সবার আদরের এবং প্রিয় মুখ বলে ডাক নাম রাখা হয়েছিল সুপ্রিয় ।সুপ্রিয় দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল । তার বিভিন্ন সময়ের ছবি সংরক্ষণ করার জন্য ব্লগে এই ছবি গুলো পোস্ট করলাম ।
সন্তানের ছবি সংরক্ষণ করা উচিৎ । ভবিষ্যতে ছবি দেখে অনেক স্মৃতি চারন করা যায় । সুপ্রিয় ছোট বেলা থেকেই খুব দুরন্ত ছিল । তার মত এত দুরন্ত ছেলে আমি জীবনে খুবই কম দেখেছি । এত জেদি আর এত দুরন্ত ছেলে পাড়ার লোক খুব কমই দেখেছে । যে জিনিসটার জন্য বায়না ধরতো ,ওটা না পাওয়া পর্যন্ত সে থামতো না । নতুন নতুন খেলনা কিনে শুধুই নষ্ট করতো । খুলে খুলে দেখতো খেলনার ভিতরে কি রয়েছে । সুপ্রিয়র খেলনার কোন অভাব ছিল না । আত্মীয় স্বজন সবাই তাকে দামী দামী খেলনা কিনে দিত কিন্তু সে সেগুলো দ্রুত নষ্ট করে ফেলতো । মিষ্টি জাতীয় খাবার খাওয়ার ওস্তাদ ছিল সে । মিষ্টি বেশি খাওয়ার কারনে একবার তার দাঁতে পোকা হয়েছিল । দাঁত ,ঠোঁঠ মুখ ফুলে সে একাকার ,তখন তার সেকি কাঁন্না । তাকে সবচেয়ে বেশি শাসন করেছিলাম আমি । তাকে বেশ কয়েক বার মারধর করেছিলাম । এখন বুঝি ,ওভাবে মার ধর করাটা আমার মোটেও ঠিক হয় নি ।
সন্তানের ছবি সংরক্ষণ করা উচিৎ । ভবিষ্যতে ছবি দেখে অনেক স্মৃতি চারন করা যায় । সুপ্রিয় ছোট বেলা থেকেই খুব দুরন্ত ছিল । তার মত এত দুরন্ত ছেলে আমি জীবনে খুবই কম দেখেছি । এত জেদি আর এত দুরন্ত ছেলে পাড়ার লোক খুব কমই দেখেছে । যে জিনিসটার জন্য বায়না ধরতো ,ওটা না পাওয়া পর্যন্ত সে থামতো না । নতুন নতুন খেলনা কিনে শুধুই নষ্ট করতো । খুলে খুলে দেখতো খেলনার ভিতরে কি রয়েছে । সুপ্রিয়র খেলনার কোন অভাব ছিল না । আত্মীয় স্বজন সবাই তাকে দামী দামী খেলনা কিনে দিত কিন্তু সে সেগুলো দ্রুত নষ্ট করে ফেলতো । মিষ্টি জাতীয় খাবার খাওয়ার ওস্তাদ ছিল সে । মিষ্টি বেশি খাওয়ার কারনে একবার তার দাঁতে পোকা হয়েছিল । দাঁত ,ঠোঁঠ মুখ ফুলে সে একাকার ,তখন তার সেকি কাঁন্না । তাকে সবচেয়ে বেশি শাসন করেছিলাম আমি । তাকে বেশ কয়েক বার মারধর করেছিলাম । এখন বুঝি ,ওভাবে মার ধর করাটা আমার মোটেও ঠিক হয় নি ।