Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

সমবায় শুরু

তারিখঃ ২৭/১১/২০১৯ ইং
জীবনে কিছু একটা করতে হবে এই ভাবনা থেকে আমরা কয়েক জন মিলে বেশ কিছু দিন থেকেই আলোচনা করছি । প্রথম দিকে আমি,সুশীল,সন্তোষ আর রমানাথ দা মিলে সমবায়ের ব্যাপারে  আলোচনা শুরু করেছিলাম । অক্টোবরে পুজায় যখন বাড়িতে গিয়েছিলাম,তখন থেকেই মুলতঃ আলোচনা শুরু । 


এরও অনেক আগে থেকেই সুশীল আমাকে প্রায়ই বলতো সমবায় সমিতি করার জন্য । এবারে খুবই গুরুত্ব দিয়ে শুরু করেছি আলোচনা । ভাবলাম, ইতি নামের মেয়েটি বোধ হয় আমার জীবনের ব্যচলর জীবনের ইতি ঘটাবে সেই সাথে সুচনা হবে নতুন জীবনের ,কিন্তু তা আর হল না । 
টপির সংস্পর্শে এসে নিজেকে নতুন ভাবে চিনতে শুরু করেছিলাম । তার জন্যই মূলতঃ স্মার্ট ফোন ব্যবহার শুরু করেছিলাম । তার জন্যই নিজের জন্য ব্যাংক এ সঞ্চয় শুরু করেছিলাম । 
টপি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল কিন্তু সেও আর আমার জীবনের সাথে জড়ালো  না ।
এক একবার এক একজন কে নিয়ে স্বপ্ন দেখি ,আশায় বুক বাঁধি কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে যায় । 

সব ঘাত প্রতিঘাতের পর এবার স্বপ্ন দেখা শুরু করেছি সমবায় সমিতি নিয়ে । সমিতি টাকে যদি দাঁড় করাতে পারি ,অনেক কিছু করতে পারব ।  সেই লক্ষ্য নিয়ে নভেম্বর মাসে কার্যক্রম শুরু করেছি । প্রাথমিক সমবায় করতে গেলে বিশ জন সদস্য লাগে । আমরা প্রয়োজনীয় কাগজ পত্র সংগ্রহ করা শুরু করেছি । বন্ধন নামেই হয়তো সমবায় করব । মোটামুটি নাম ঠিক করা হয়েছে । শেয়ারে করব অর্থাৎ পার্টনার থাকব পাঁচ জন । আমি,সুশীল,সন্তোষ,রমানাথ দা আর বকুল দা ।


 


বন্ধন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড করার কথা ভাবছি । আজ সুশীলের কাছে ৫০০০ টাকা পাঠিয়ে দিলাম আসবাব পত্র কেনার জন্য । সমবায়ে প্রথম ইনভেস্ট আমি ই করলাম । কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে । প্রায় প্রতিটা কাজেই আমাকেই এগিয়ে আসতে হয় । জীবনে এ পর্যন্ত অনেক গুলো কাজের উদ্যোগ নিয়েছিলাম ।  প্রতিটি কাজেই আমাকে  এগিয়ে যেতে হয়েছিল । আজ অবধি   এগিয়ে যাচ্ছি ।  নিমোজখানার প্রথম পহেলা বৈশাখ এর উদ্যোগ,লাইব্রেরীর প্রতিষ্ঠা বার্ষিকী ,রাস্তা পাকা করনের জন্য মানব বন্ধন, বাড়ির পাশে মন্দির প্রতিষ্ঠা সহ অনেক গুলো কাজেই এগিয়ে গিয়েছিলাম । 
এবার সমবায় সমিতি করার কাজে হাত দিয়েছি । আসবাব পত্র কেনার প্রথম টাকা তাই আমাকেই দিতে হল । ভাল কাজে আমি কখনো পিছপা হয় নি আর হব না আশা করি । প্রতিটা ভাল কাজ কে আমি সমর্থন করি । কেউ যদি কোন ভাল কাজের উদ্যোগ নেয় আর আমার কাছে কোন সহায়তার জন্য আসে ,আমি পারতঃপক্ষে নিরাশ করি না । 
ভাল কিছু করার জন্য সমবায়ের বিকল্প নেই । আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সমবায়ের অনেক অবদান । একার পক্ষে যা করা সম্ভব হয় না,সমবায়ের মাধ্যমে তা করা সম্ভব । 
সমবায় সমিতির মাধ্যমে নিজের এবং এলাকার মানুষের জীবন মান উন্নয়নের জন্য কিছু একটা করার প্রত্যাশা নিয়েই আমাদের বন্ধন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির যাত্রা শুরু । এখান থেকেই আমাদের পথ চলা শুরু । আজ হয়তো শূন্য অবস্থানে রয়েছি ,এক দিন হয়তো এ অবস্থার অনেক উন্নতি হবে । সেদিন হয়তো আরো অনেক পদক্ষেপ নিতে পারব । আপাতত আমাদের প্রধান লক্ষ হল ক্ষুদ্র ঋণ বিতরণ করা । এরপর আমাদের লক্ষ্য রযেছে এলাকায় শিক্ষার জন্য কিছু একটা করার ।
শিক্ষার ক্ষেত্রে আমাদের ্প্রথম পদক্ষেপ হল ,এলাকায় একটা কিন্টারগার্ডেন স্কুল করা । তারপর সেই স্কুল কে অষ্টম শ্রেনী পর্যন্ত উন্নিত করা । 
আমরা পাঁচ জন মালিকায় থাকব । এক এক জনের উপর এক একটা দায়িত্ব থাকবে । কেউ ঋণ বিতরণের কাজে,কেউ শিক্ষায় ,কেউ ব্যবসায় । আমরা যদি ভাল ভাবে কাজ করতে পারি ,আমাদের লক্ষ্য যদি ঠিক থাকে .স্রষ্টা যদি সহায় হয় তাহলে আমরা আমাদের লক্ষ্যে নিশ্চয় পৌঁছিতে পারব । 
শুরুতে হয়তো অনেকে অনেক কথা বলবে বা এখনো বলছে । কারো কথায় আমরা কান দিচ্ছি না । পাছে লোকে তো কত কথাই বলে । এখনো অনেকে অনেক কথা বলছে । আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি ।


 

অনেক বড় আশা আর স্বপ্ন নিয়ে আমাদের  এ পথ চলা । আমরা এপথ ধরে যেতে চাই বহুদূর । একে অপরের সাথে একটা অদৃশ্য বাঁধন তৈরি করার উদ্দেশ্যেই  আমাদের বন্ধন পরিবারের যাত্রা শুরু । আমরা চাই সবাই এক সূত্রে গাঁথা থাকব । সবাইকে নিয়ে জীবন মান উন্নয়নের লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যেতে চাই অনেক দূর ।  আমি অনেক গুলো নাম প্রস্তাব করেছিলাম । শেষে বন্ধন নামটিই নির্বাচন করা হয় । আমরা চাই একটি বন্ধন পরিবার গড়ে তুলতে । পন্ধন পরিবারের মাধ্যমেই আমরা চাই সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে । 
মানুষ স্বপ্ব দেখে পাহাড় সমান । কিছু না কিছু তো পূরণ হবেই । যদি লক্ষ্য থাকে অটুট,পূরণ না হয়ে যায় না । আমরাও স্বপ্ন দেখতেছি পাহাড় সমান ,নিশ্চয়ই স্বপ্ন পূরণ হবে । সময় বলে দেবে আমরা কতদূর যেতে পারব । আমরা শুধু পথ চলার লক্ষ্যে হাটতে শুরু করেছি মাত্র । 

Post a Comment

0 Comments