বেতার -২৫২
যামিনী রায়
বেতারে তার নেই শুনে মনে হয়,
এই ধারনা টা করা
নিশ্চয়ই ঠিক নয়।
নামটা বেতার আছে তবু তার
বেতারে শুনেছি কত মজার অনষ্ঠান,
কখনো খবর শুনি সারা বিশ্বের
কখনো শুনি গান।
বেতার সহজ লভ্য-জনপ্রিয়
অতি উত্তম প্রচার মাধ্যম,
বিনোদনের প্রধান উৎস
গণ সচেতনতায় অবদান রাখেনাতো কম।
অবসরে সময় কাটে আনন্দে
যদি থাকে বেতার,
সুখে -দুঃখে বেতার পেলে
চাই না কিছুই আর।
তাং-২৪/১০/২০০৪ ইং
নিজ বাস ভবন,মাস্টার পাড়া,
নয়ানী বাগডোকরা,ডোমার,নীলফামরী ।
ছবিঃ সংগৃহীত
0 Comments