Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

সংগ্রামী জীবন

সংগ্রামী জীবন ২৫৩

মৃ‌তের মত বেঁ‌চে থে‌কে
প‌ড়ে ঘ‌রের কো‌ণে,
লাভ কিছু নেই বেঁ‌চে  থে‌কে 
তার চে‌য়ে শ্রেয় বী‌রের মত মর‌নে।
‌রোগা পাতার মত বিবর্ণ হ‌য়ে
না থাকাই ভালে গা‌ছের শাখায়,
তার চে‌য়ে ভা‌ল শুকনা পাতার ম‌তো নাচ 
দুর্বার ঝ‌ড়ো হাওয়ায়।
অলস অকর্মন্য-উদ্যমহীন জীব‌নে
আ‌সে না সু‌খের আ‌লো
পরমুখা‌পেক্ষী জীবন চে‌য়ে
না থাকাই ভাল।
‌মে‌ঘে ঢাকা পাংশু চাঁ‌দের চে‌য়ে শ্রেয়
স্বতন্ত্র জোনা‌কির আ‌লো,
চুপ ক‌রে থাকার চে‌য়ে
‌কিছু একটা করাই ভাল।
যে জীব‌নে অজ্ঞতার অন্ধকার ছাড়া 
নেই কোন আ‌লো,
সংগ্রামহীন জীবন থাকার চে‌য়ে
না থাকাই ভাল।

তাং- ০৪/১১/০৪ইং

‌নিজ বাস ভবন,মাস্টার পাড়া,
নয়ানী বাগ‌ডোকরা,‌ডোমার,নীলফামরী ।

Post a Comment

0 Comments