যামিনী রায়
আবার এসেছে ফিরে
ধরণীর বুকে শারদীয় পূজা,
পুজোর আনন্দে ছন্দে ছন্দে
হবে কত মজা ।
কত জায়গায় ঘুরব
কত কি যে খাব,
হঠাৎ করে স্বপ্ন রঙিন
বাল্য কালে ফিরে যাব ।
বসবে কত গানের আসর
শুনব কত গান,
ছোট বেলার সুখের স্মৃতিতে
ভরবে আবার প্রাণ ।
হাসি গানে মেতে উঠব
গল্পের আড্ডায় কাটবে যে সময়,
পুজোর আনন্দে ভরবে দেহ মন
জীবন হবে মধুময় ।
স্বজনের সাথে সাক্ষাৎ হবে
লাগবে কত ভাল,
পুজোর আনন্দে অন্ধকার মনেও
জ্বলবে খুশির আলো ।
২০/১০/২০০৪ ইং
নিজ বাস ভবন,মাস্টার পাড়া,
নয়ানী বাগডোকরা,ডোমার,নীলফামরী ।
0 Comments