Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

আত্ম জীবনী

                                               

পৃ‌থিবী‌তে চিরকাল কেউ থা‌কে না , আমিও থাকব না । শুধু কিছু স্মৃ‌তি রে‌খে যাওয়ার উদ্দে‌শ্যে এ লেখ‌া‌লে‌খি ।
‌কিছু কিছু মানুষ হয়‌তো‌ আমা‌কে খুঁ‌জে পা‌বে এ ব্ল‌গের মাধ্য‌মে ।
আমার চিন্তা ,‌চেতনা সব কিছু শেয়ার কর‌তে চাই এ ব্ল‌গে ,জা‌নি না কত টুকু সফল হব , তবু চেষ্টা করব নিরন্তন । আমি থাকব না কিন্তু হয়‌তো আমার কিছু স্মৃ‌তি থে‌কে যা‌বে ।
আমার সব কিছু প্রকাশ করার জন্য তাই বে‌ছে নিলাম jaminikishoreroy.blogspot.com
একজন মানুষ সব বিষয়ে দক্ষ হতে পারে না ,তবুও আমি চেষ্ঠা করছি কিছু কিছু বিষয়ে লেখার । ক্ষুদ্র মনে যা আসে তাই লেখার মাধ্যমে ফুটিয়ে তুলতে চেষ্ঠা করি । লেখা লেখির অভ্যাসটা ছোট বেলা থেকেই রয়েছে এবং তা বংশগত ভাবেই পাওয়া । বাবা ছিলেন পালা গানের লেখক ,ঠাকুর দাদা ছিলেন কীর্তন ও পালা গানের দলের সাথে জড়িত । দাদা অর্থাৎ বড় ভা্ই ছিলেন যাত্রা দলের পরিচালক ,টানা দশ বছর পরিচালনা ও অভিনয় করেছেন । 
মনে পড়ে সেই ছোট বেলায় বাবা প্রায়ই আমাকে বলতেন, রবি ঠাকুরের জন্মদিন আর আমার জন্মদিন একই অর্থাৎ ২৫ শে বৈশাখ ,তাই তিনি বলতেন তুমি রবি ঠাকুরের মত হতে পারবে কিনা ? লেখালেখি করে নাম করতে পারব কিনা ? মূলতঃ বাবার কথা শুনতে শুনতেই লেখার প্রতি আমার ঝোঁকটা বেড়ে গিয়েছিল । সেই ছোট বেলা থেকেই সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়েছিলাম । অল্প বয়সেই নামীদামী অনেক কবি সাহিত্যিকের লেখা পড়ে ফেলেছিলাম । ১৯৯২ সালে  যখন আমি ২য় শ্রেনীতে, তখন বাবার অকাল মৃত্যু ঘটেছিল ,তখন থেকেই মনের মধ্যে গোপন একটা বেদনা দানা বাঁধে । সেই অব্যাক্ত বেদনা থেকেই লেখালেখির প্রতি আগ্রহটা বাড়তে থাকে । ১৯৯৩ সালে যখন ৩য় শ্রেনীতে পড়ি তখন লিখে ফেলি জীবনের প্রথম কবিতা । সেই থেকে শুরু ,তারপর একে একে লিখে ফেলি ৬০০ এর ও বেশি কবিতা । কিছু কবিতা পত্রিকায় ছাপা হয় । গদ্য,ডায়েরী,গান,উপন্যাস লেখাও শুরু করি । ২০১২ সালে চাকুরীতে জয়েন করার পর সব কিছুই যেন থেমে গেল । 
একটা সময় মনে হল মৃত্যুর পরেও আমার লেখা গুলো যেন বেঁচে থাকে সেই ব্যবস্থা করতে হবে । সেই চিন্তা ভাবনা থেকেই আমার ব্লগে লেখা শুরু । জানি না আমার লেখা গুলো কতটুকু সার্থক হবে তবে চেষ্ঠা করতে তো আর দোষের কিছু নেই ।




 

মানুষ মরণশীল । দুনিয়াতে চিরদিন কেউ থাকবে না ,কিছু স্মৃতি শুধু রয়ে যাবে । ছোট এ জীবনে ,চলার পথে কোন কিছুই তো ঘটে ,কত জনেরই সাথে তো পরিচয় হয় । কিছু কথা মনে থাকে কিছু কথা হারিয়ে যায় । মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে । প্রতিটি মানুষেরই থাকে জীবন ইতিহাস । কারো কথা প্রচার হয় ,কারো কথা চিরদিন গোপনে রয়ে যায় । কেউ কেউ চিরদিন অগোচরে রয়ে যায় । সব ফুলের যেমন মালা হয় না তেমনি সব মানুষ জীবনে সার্থক হতে পারে না । মানুষ তবু চেষ্ঠা করে চলে । আমার লেখা গুলো হয় তো চিরদিন থাকবে না, হয়তো বিলীন হয়ে যাবে , মানুষ হয়তো পড়বে আবার নাও পড়তে পাড়ে । আমি আমার ভাল লাগা থেকেই সব কিছু ব্লগে লিখতে চেষ্ঠা করছি । আমার চিন্তা চেতনা গুলোকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই , আমার লেখা গুলো থেকে কেউ যদি এতটুকু উপকৃত হয় তবেই আমি সার্থক । আশা করি আমার ব্লগে ভিজিট করে মানুষ নতুন নতুন কিছু জানতে পারবে ,নতুন নতুন কিছু শিখতে পারবে । মানুষ ডায়েরী লিখে নোট বুকে বা কাগজের ডায়েরীতে ।
আমি লিখি ব্লগে । আমি আমার চিন্তা ভাবনা গুলোকে বন্দী করে  রাখতে চাই না । সবার মাঝে ছড়িয়ে দিতে চাই । নোট বুকে লিখলে হয়তো মানুষ এর সাথে তা শেয়ার করা হবে না , কেন না বই আকারে প্রকাশ হবে কি হবে না তার কোন নিশ্চয়তা নেই । আমি চাই আমার লেখা গুলো যেন সরাসরি মানুষের কাছে পৌঁছে যায় । আত্ম জীবনী মানুষ লিখে রাখে মৃত্যুর পর যেন তার সম্পর্কে মানুষ জানতে পারে । 
আমি আত্ম জীবনী লিখি জীবদ্দশায় যেন মানুষ আমার সম্পর্কে জানতে পারে ।  আমার আত্ম জীবনীর  কোন ধারাবাহিকতা থাকবে না , যখন মন যেটা চাইবে ,যখন যা ইচ্ছে করবে লিখে যাব অবিরল । 
নির্দিষ্ট ছকে ,নির্দিষ্ট নিযমে আমি চলতে চাই না । বাঁধাহীন ,মুক্ত অবস্থায় নিজের অভিজ্ঞতা গুলোকে আমি উড়িয়ে দিতে চাই স্বপ্নের জগতে । যেখানে থাকবে না কোন বাঁধা থাকবে না কোন বিপত্তি । ‍নিজের ছন্দে ,নিজের তালে তাল মিলিয়ে এগিয়ে যাবে জীবন । সময় কে ধারণ করা সহজ কথা নয় । আমি তবুও চেষ্ঠা করব লেখার মাঝে সময় কে ধারণ করার । ক্ষুদ্র ক্ষুদ্র লেখার মাঝে সময়ের বিশাল ব্যাপ্তীকে ধারণ করা সহজ হবে না । তাই নিয়মের মধ্যে না হোক আপন নিয়মে তো সময় কে ধারণ করতে পারব । নিজের স্বপ্ন গুলোকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই যেন হাজারো তরুন তরুনী সে গুলোকে নিজের মাঝে ধারণ করতে পারে । আমার লেখা গুলো যদি কারো চলার পথে এতটুকু সাহায্য করতে পারে তাতেই আমি ধন্য । আমার লেখা থেকে যদি কেউ এতটুকু প্রেরণা পেয়ে থাকে তাতেই আমি সফল । আমার লেখা থেকে কেউ যদি সামান্যতমও উপকার পেয়ে থাকে তাতেই আমি সার্থক ।




একটা মানুষের জীবন কাহিনী মানুষকে বিভিন্ন ভাবে সহযোগীতা করতে পারে , বিভিন্ন ভাবে প্রেরণা জোগাতে পারে । যে লিখলো সেই যে শুধূ আত্ম তৃপ্তির জন্য লিখলো এটা কিন্তু নয় । কার দ্বারা কে কখন উপকৃত হবে সেটা কেউ বলতে পারে না । আমি  চাই আমার লেখা গুলো আমার অজান্তেই মানুষের কল্যাণ বয়ে যেন নিয়ে আসতে পারে । আমার কলম ধরাটা যেন সার্থক হয় । আমার এ ব্লগ যদিও আমার পাগলামীর বহিঃপ্রকাশ তথাপি যেন মানুষ কিছু না কিছু আহোরণ করতে পারে । 
পরিশেষে বিশ্ব শান্তি কল্পে সবার সুখ ও শান্তি কামনা করে আজ এখানেই কলম তুললাম । জয় হোক মানবতার,জয় হোক সত্যের,জয় হোক সত্য পথের পথ যাত্রীদের ।