Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Fun with my Sweet Niece

আমার এক মাত্র ভাতিজি  পুষ্পিতা রায় পায়েল । বাড়িতে গেলে  সব সময় আমার সাথে আঠার মত লেগেই থাকে । কাকু ছাড়া সে কিছুই বুঝে না । খুব সকালে দরজা খুলে দিতে হবে । দরজা না খুললে এক নাগারে কাকু কাকু বলে ডাকতেই থাকবে যত ক্ষণ দরজা খোলা না হবে । ঘরে প্রবেশ করার পর তার প্রথম কাজ হচ্ছে আমার মোবাল নেওয়া । মোবাইলে সে মটু পাতলা দেখবে । সেটা তার প্রিয় সিরিজ গুলোর একটি । মটুপাতলু দেখার পর বিভিন্ন প্রাঙ্ক ভিডিও গুলো দেখবে । কখনো নাচ দেখবে । কখনো বা গেম খেলবে । 
যতক্ষণ বাড়িতে থাকব,ততক্ষণ সে আমার সাথে সাথেই থাকে । এক সাথে খাওয়া,নাওয়া সব কিছুতেই সে আমার সাথেই করবে । বাজারে গেলে কল দিয়ে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলে । প্রতিবেশীদের বাড়িতে গেলে সেও সাথে সাথে যাবে । পায়েলের সাথে কথা বলতে আমারও খুবই ভাল লাগে । সে কবিতা শোনায়,গান শোনায় । মাঝে মাঝে নাচও দেখায় সে ।


 

আমি খুব সকালে উঠে মন্দিরের কাছে গিয়ে টঙএ বসলে সেও গিয়ে বসে । কখনো পিঠে,কখনো কাঁধে উঠে সে ।  আমার কাছে তার যত জিজ্ঞাসা । এটা কি,ওটা কি ,ওটা কিভাবে হল,কেন হল  ইত্যাদি ইত্যাদি । তার কথার উত্তর দিতে দিতে মাঝে মাঝে ক্লান্ত হয়ে যাই । সব কিছুরই সে কারণ খুঁজে । আমি সকাল বেলায় বিছানা ছেড়ে উঠি । সকালের আবহাওয়াটা খুব কমই মিস করি । অনেকেই সকালের আবহাওয়ার স্বাদ নিতে পারে না । সকালের আবহাওয়ায় আমি জীবনী শক্তি খুঁজে পাই । যত দেরিতেই ঘুমাই না কেন ,সকাল সকাল উঠবই উঠব । 
বেশির ভাগ মানুষ সকালের প্রকৃতি দেখতে পারে না । কেন না তারা দেরিতে ঘুমায় আর দেরিতে বিছানা ত্যাগ করে । আমার মতে সকালের প্রকৃতিটা দেখাও এক প্রকার সৌভাগ্যের ব্যাপার । যারা প্রভাতের প্রকৃতি মিস করে ,আমার মতে তারা জীবনের অনেক কিছুই মিস করে । সকালে যে একটা স্বর্গীয় পরিবেশ বিরাজ করে ,অন্য সময় সে পরিবেশ টা পাওয়া যায় না । 
গ্রামের মানুষ বেশির ভাগই অবশ্য সকাল সকাল বিছানা ত্যাগ করে । যারা শহরে থাকে তাদের কথা ভিন্ন । আমি যেখানেই থাকি না কেন,সকালে বিছানা ছেড়ে উঠবই । বাড়িতে এসেও তার ব্যতিক্রম হয় নি । সকালের পরিবেশ দেখার সঙ্গী হল পায়েল । সেও আমার সাথে যায় । আমাদের মন্দিরের কাছে বসার জন্য একটা টঙ পাতানো রয়েছে । পাড়ার অনেকেই সেখানে বসে আড্ডা দেয় । আমি সেই টঙে গিয়ে সকাল বেলা বসে বসে চারিপাশের পরিবেশটা অনুভব করি । আজও তার ব্যতিক্রম হয় নি । সাথে রয়েছে আমার মিস্টি ভাতিজি পায়েল । তার সাথে কাটানো কিছু মুহূর্তের ছবি তুললাম । সময়টাকে স্মৃতির ফ্রেমে বাঁধার ক্ষুদ্র প্রচেষ্ঠা বলা যেতে পারে । 
























Post a Comment

0 Comments