জন্ম দিন এবং কিছু প্রাপ্তি - Jamini Kishore Roy

জন্ম দিন এবং কিছু প্রাপ্তি

Share This
০৮.০৫.২০১৯ ইং 
আজ আমার জন্ম দিন,সত্যিকারের জন্ম দিন । কেন না ,প্রায় প্রতিটি বাংলাদেশীর দুইটা তিনটা করে জন্ম দিন থাকে । সে হিসেবে আমারও দুইটা জন্ম দিন রয়েছে । একটা হল ১৬ই মার্চ, অপরটি ৮ই মে অর্থাৎ ২৫শে বৈশাখ । রবি ঠাকুরের জন্মদিন আর আমার জন্মদিন একই । বাংলাতেও রয়েছে বিস্তর পার্থক্য । বাংলাদেশের সরকারী বাংলা তারিখ একটা আর পঞ্জিকা মতে আরেক টা । আমার জন্ম দিন নিয়ে অনেক কাহিনী কিচ্ছা । এমনিতেই দুইটা , বাংলায় দুইটা হলে মোট জন্ম দিন হচ্ছে তিনটা । এরকম হাস্যকর মজার বিষয় বাংলা ছাড়া আর কোথায় পাওয়া যাবে ? 

যাই হোক ,আজ আমার জন্ম দিন এটাই বড় বিষয় । অন্যান্য বারের তুলনায় এবারের জন্ম দিনটা আামার কাছে বেশি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময় । আশে পাশের বাড়িতে সবারই মোটর সাইকেল রয়েছে ,কোন কোন পরিবারে  দু্ইটা বা তিনটাও রয়েছে । বেশির ভাগ মোটর সাইকেল আবার যৌতুকের টাকায় কেনা । নিজের টাকায় কেনা মোটর সাইকেল রয়েছে খুবই কম । আমি মোটর সাইকেল চালাতে পারি না । আমার একটা ইচ্ছে ছিল যে দিন মোটর সাইকেল কিনতে পারব ,সেই দিন ড্রাইভিং শিখব । তাই মোটর সাইকেল চালানো এখনো শিখা হয়ে উঠে নি ।




 

দাদা ব্যবসা করছে ,সেও মাঝে মাঝে বলে একটা মোটর সাইকেল হলে তো ভালই হয় । ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যেতে হয় । নিজের মোটর সাইকেল থাকলে অল্প সময়ে দ্রুত যাতায়াত করা যাবে । আমি মনে মনে ভেবে রেখেছি ,এবার জন্ম দিনে একটা কিছু একটা করতেই হবে । মানুষ জন্ম দিনে উপহার পায় আর আমি আমার পরিবার কে উপহার দেব । দাদার ইচ্ছে পুরাতন মোটর সাইকেল কিনবে । কিন্তু আমার মন চাইছিল নতুন কিনতে । বন্ধুবর সন্তোষ অধিকারীর কাছে পরামর্শ চাইলাম ,সে বলল কিস্তিতে নতুন মোটর সাইকেল কিনে নাও তারপরেও পুরনো কিনিও না ।

 নতুন কিনলে তিন চার বছর মেরামত করতে হবে  না । পুরাতন কিনলে কখন কি হবে বলা যাবে না ।  তার কথা গুলো আমার মনে ধরলো । বাড়িতে বললাম নতুন মোটর সাইকেল কিনব । অনেক ভেবে ঠিক করলাম হিরোর মধ্যে কিনব ।  ৮ই মে আমার জন্ম দিনে মোটর সাইকেল কেনার সিদ্ধান্ত হল । ৮ই মে দাদা,জয়হরি দা আর সন্তোষ গেল ডোমারে মোটর সাইকেলের শো রুমে । গিয়ে ঠিক হল হিরো প্যাশন এক্স প্রো ১১০ সিসি মোটর সাইকেলটা কেনা হবে । আমিও নেটে অনেক ঘাটাঘাটি করেছিলাম , এই গাড়িটা আমারও চয়েস । শেষে হিরো প্যাশন এক্স প্রো ১১০ সি সি গাড়িটা কেনা হল ।

 তিন মাসের কিস্তিতে ১০৫৫০০ টাকায় কেনা হল গাড়িটা । আমার অনেক দিনের একটা স্বপ্ন আজ পুরন হল । ঈশ্বর তার ভক্তের মনের ইচ্ছা পুরণ করেছেন । আমার জন্ম দিতে পরিবারকে এমন একটা উপহার দিতে পেরে আমি খুবই খুশি । এলাকার যেই শুনছে মোটর সাইকেল কেনার কথা,সেই প্রশংসা করছে । তাছাড়া,আগে থেকেই মানুষ আমাদের পরিবারের প্রতি কেন জানি বেশি আগ্রহী ।  অন্য কেউ কিছু করলে মানুষ অতটা আলোচনা করে না কিন্তু আমাদের পরিবার কোন কিছু করলে মানুষ কেন জানি বেশি বেশি আগ্রহী হয়ে ওঠে । হয়তো আমাদের প্রতি তাদের ভালবাসাটা একটু বেশি ।


 

আজ নিজেকে খুবই খুশি খুশি লাগছে । পরিবার কে কিছু একটা দিতে পেরে সত্যি আজ নিজেকে খুবই ভাল লাগছে । পরিবারের কেউ তো বলতে পারবে না যে আমি তাদের জন্য কিছু করি নি । মোটর সাইকেলটা কেনা তে সামাজিক ভাবেও কিছুটা কদর বেড়ে গেল । এলাকার অনেকেই এখন ভাবছে ,ছেলেটা সত্যি সত্যি কিছু ইনকাম করে । এত দিন যারা আমাকে সেভাবে দেখে নি তারাও এখন প্রশংসা করছে । আমি যে ইনকাম করি তারা এখন সেটা ভালভাবেই বিশ্বাস করে ।  
এই জন্মদিনে আমার প্রাপ্তি হল পরিবার কে কিছু একটা দিতে পারা । অন্যান্য বারের চেয়ে এবারের জন্ম দিনটা তাই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ । 

1 comment:

Pages