আসমা বেগম । ভালবেসে পরিবারের অমতে বিয়ে করেছে নিজের চাচাতো ভাইকে । সেই থেকে পরিবারের লোকজন আসমার উপর বেজায় রাগ । তার সাথে যোগাযোগ নেই বললেও চলে । বিয়ের পর থেকে আসমার স্বামী তাকে নিয়ে এসেছিল গাজীপুরের শ্রীপুরে । সেই থেকে তারা শ্রীপুরেই বসবাস করে আসছে । গ্রামের বাড়ি নেত্রকোনায় যাতায়াত তেমন নেই ।
আসমার মেয়েটা এবার মেট্রিক দিয়েছে ,ছেলেটা ক্লাশ থ্রিতে । তার স্বামী ঝুটের ব্যবসা করে । মাঝে মাঝে দুই তিন মাসের জন্য দুরে কোথাও চলে যেত । এভাবেই চলছে আসমার দিন কাল ।
দেশে হঠাৎ করে করোনার আগমন ঘটায় সব কিছু যেন ওলট পালট হয়ে গেল । ওদিকে আসমার স্বামীর কোন খবরাখবর নেই । এদিকে ছয় মাসের বাড়ি ভাড়া বাকি পড়ে গেছে, মুদি দোকানে অনেক টাকা দেনা । ঘরে সব কিছুর অভাব পড়ে গেছে । এমন সময় লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না । মোবাইলে কল ঢোকে না । কল আসেও না ।
আসমা যেন চোখে অন্ধকার দেখতে লাগলো । ছেলে মেয়েদের খাওয়া ভাল মত দিতে পাচ্ছে না । কি করবে,কোথায় যাবে ,ভেবে পাচ্ছে না ।
আসমা যে বাড়িতে ভাড়া থাকে , সেই বাড়িতে আমিও উঠলাম । আমি প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলি না ।

No comments:
Post a Comment