অসহায় - Jamini Kishore Roy

অসহায়

Share This
১০,০৬,২০২০

আসমা বেগম । ভাল‌বে‌সে প‌রিবা‌রের অম‌তে বি‌য়ে ক‌রে‌ছে নি‌জের চাচা‌তো ভাই‌কে । সেই থে‌কে  প‌রিবা‌রের  লোকজন আসমার উপর বেজায় রাগ ।  তার সা‌থে যোগা‌যোগ নেই বল‌লেও চ‌লে । বি‌য়ের পর থে‌কে আসমার স্বামী তা‌কে নি‌য়ে এসে‌ছিল গাজীপু‌রের শ্রীপু‌রে । সেই থে‌কে  তারা শ্রীপু‌রেই  বসবাস ক‌রে আস‌ছে ।  গ্রা‌মের বা‌ড়ি নেত্র‌কোনায় যাতায়াত তেমন নেই । 


আসমার মে‌য়েটা এবার মে‌ট্রিক দি‌য়ে‌ছে ,‌ছে‌লেটা ক্লাশ থ্রি‌তে । তার স্বামী ঝু‌টের ব্যবসা ক‌রে । মা‌ঝে মা‌ঝে দুই  তিন মা‌সের জন্য দু‌রে কোথাও চ‌লে যেত । এভা‌বেই  চল‌ছে আসমার দিন কাল । 
‌দে‌শে হঠাৎ ক‌রে ক‌রোনার আগমন ঘটায় সব কিছু যেন ওলট পালট হ‌য়ে গেল । ও‌দি‌কে আসমার স্বামীর কোন খবরাখবর নেই ।  এ‌দি‌কে  ছয় মা‌সের বা‌ড়ি ভাড়া বা‌কি প‌ড়ে গে‌ছে, মু‌দি দোকা‌নে অ‌নেক টাকা দেনা । ঘ‌রে সব কিছুর অভাব প‌ড়ে গে‌ছে । এমন সময় লোকটা‌কে খু‌ঁজে পাওয়া যা‌চ্ছে না । মোবাই‌লে কল ঢো‌কে না । কল আ‌সেও না । 
আসমা যেন চো‌খে অন্ধকার দেখ‌তে লাগ‌লো । ছে‌লে মে‌য়ে‌দের খাওয়া ভাল মত দি‌তে পা‌চ্ছে না । কি কর‌বে,‌কোথায় যা‌বে ,‌ভে‌বে পা‌চ্ছে না । 
আসমা যে বা‌ড়ি‌তে ভাড়া থা‌কে ,‌ সেই  বা‌ড়ি‌তে আ‌মিও উঠলাম  । আ‌মি প্র‌য়োজন ছাড়া কা‌রো সা‌থে  কথা ব‌লি না । 

No comments:

Post a Comment

Pages