আমাদের এ ছোট্ট জীবনে সুখ দুঃখ গুলো পর্যায়ক্রমে আসে । সুখ বা দুঃখ কারো জীবনেই চিরস্থায়ী নয় ।
সুখ কে যেমন সাদরে বরন করি,গ্রহণ করি ,তেমনি আমাদের উচিৎ দুঃখ কষ্ট গুলোকেও সাদরে গ্রহণ করা । আমরা শুধু ভালটা নেব ,খারাপ টাকে ফেলে দেব , তা হয় না । সুখের সময়ে আমরা নিজেদের মত করে জীবনটাকে উপভোগ করি । সুখের পর যে দুঃখ আছে ,আমরা সেটা ভুলে যাই ।
আমাদের উচিৎ বিপদের জন্য প্রস্তুত থাকা । দুঃখ কষ্ট গুলোকে সুখের পাশে স্থান দেওয়া ।
আমরা সাধারন মানুষ বেশির ভাগ সময় বিপদ কে মানতে পারি না । সুখের সময়ে ভুলে যাই দুঃখের দিন যে কোন মুহূর্তে আসতে পারে ।
সুখের সময়ে সৃষ্টিকর্তাকেও অনেক সময় ভুলে যাই । সৃষ্টিকর্তার যে প্রশংসা করব ,সেটা অনেক সময় হয়ে উঠে না ।
যখন বিপদ আসে ,দুঃখ কষ্ট জীবনে নেমে আসে ,তখন বার বার সৃষ্টিকর্তাকে স্মরণ করি আর জানতে চাই কেন এমন হল । বিপদের সময় হিতাহিত জ্ঞান ভুলে যাই । হতাশ হয়ে পড়ি । ভাবি , এই বুঝি জীবন থেকে সব কিছু হারিয়ে গেল ,সব শেষ হয়ে গেল । ধৈর্য্য ধরে যে অপেক্ষা করব ,সেই মন মানমানসিকতা টুকুও অনেক সময় থাকে না ।
জীবনে সুখ বা দুঃখের সময়েরও একটা পরিসীমা থাকে । জীবনে সুখ বা দুঃখ কোনটাই চিরস্থায়ী নয় । অন্ধকার না থাকলে যেমন আলোর কদর থাকতো না ,তেমনি বিপদ আপদ আছে বলেই সুখে থাকার জন্য এত সংগ্রাম ।
আলোর পর যেমন অন্ধকার আসে ,তেমনি অন্ধকারের পর আলোর দেখা মেলে । দিনের পর আসে রাত ,তেমনি রাতের পর আসে দিন । রাত যত গভীর হয় ,প্রভাত তত নিকটে আসে ।
বিপদের দিনে হতাশ না হয়ে ঈশ্বরের উপর বিশ্বাস রাখা উচিৎ ।
আমরা সাধারণ মানুষ অল্প দুঃখ কষ্টেই কাতর হয়ে পড়ি । অল্প অপ্রাপ্তিতে মনোবল ভেঙ্গে যায় । মনে মনে ভাবি ,আমার দ্বারা বুঝি আর কোন কিছু করা সম্ভব হবে না । সব কিছু শেষ হয়ে গেল । সময় বুঝি শেষ হয়ে গেল । অন্যদের থেকে অনেক দূর হয়তো পিছিয়ে গেলাম ।
তাদের উদ্দেশ্যে বলতে চাই । কার জীবনের মোড় কখন কোন্ দিকে ঘুরে যাবে ,তা কেউ বলতে পারে না । এক মাত্র মহান সৃষ্টিকর্তা ঠিক করে রেখেছেন কার ভাগ্যে কি রয়েছে । তাই হা হুতাশ না করে এই মুহূর্ত থেকে আমাদের যে কোন কাজে লেগে পড়তে হবে ।
সময় শেষ হয়ে যায় নি এখনো । মানুষ সঠিক সময়ের নির্বাচন করতে পারে না ।
আমাদের উচিৎ করব ,করি করে সময় নষ্ট না করা । এই মুহূর্তে থেকে যে কোন কাজে নেমে পড়ুন । কোন কাজই ছোট নয় । সকল পেশার প্রতি সম্মান রেখে বলছি ,সৎ ভাবে যে কোন পেশাই মহান ।
জীবন যতক্ষণ বিপদ ততক্ষণ । সুখ,দুঃখ,কষ্ট,বিরহ নিয়েই মানব জীবন । এক জীবনে যে সব কিছু পেতে হবে ,সব কিছু লাভ করতে হবে ,এমন কথা তো নেই । অনেকে জীবনের যোগ বিয়োগ,হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকে । প্রাপ্তি গুলোকে ছোট করে দেখে ,অপ্রাপ্তি গুলোকে বড় করে দেখে ,যা মোটেও ঠিক নয় ।
জীবনে পাওয়ার হিসেব করতে হবে ,তবেই না পাওয়ার দুঃখ ,কষ্ট দুর হবে ।
গ্রীষ্মের পর যেমন বর্ষা আসে ,তেমনি কষ্টের পর সুখ আসবে । আর না আসলেও এত দিন যে বেঁচে আছি ,স্রষ্টার দুনিয়ার আলো,বাতাস উপভোগ করছি এটাই বা কম কিসে ।
প্রতিদিন সূর্য অস্ত যায় পরের দিন উদিত হওয়ার জন্য । তেমনি আমাদের এমন ভাবে বাঁচতে হবে আর কাজ করতে হবে ,পরবর্তিতে ভাল দিনের প্রত্যাশায় ।
0 Comments