Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

‌কে কাহার ম‌নে বাস ক‌রে


তা‌রিখঃ ২২/০১/২০২২ ইং

‌কে কাহার ম‌নে বাস ক‌রে সেটা বলা খুবই  মুশ‌কিল । এক জ‌নের সা‌থে প্রেম ক‌রে ঘর বাঁ‌ধে অন্য জ‌নের সা‌থে । 
বরের সা‌থে ঘর সংসার করার পাশা পা‌শি কেউ কেউ হৃদ‌য় আস‌নে  বসি‌য়ে  রা‌খে প্রাক্তন প্রে‌মিক কে । 
স্ত্রীর সব চা‌হিদা,অ‌ধিকার পূরন করার পাশাপা‌শি কেউ কেউ  প্রাক্তন প্রে‌মিকা‌কে হৃদ‌য়ে লালন ক‌রে । 

মানু‌ষের মন বড়ই  বি‌চিত্র । কখন কোন দি‌কে ঝুঁ‌কে প‌ড়ে বলা মুশ‌কিল । মানু‌ষের জীবনটা কেন জা‌নি আমার কা‌ছে অ‌ভি‌নেতার জীবন ম‌নে হয় । প্র‌তি নিয়ত অ‌ভিনয় ক‌রে চল‌তে হয় । 
‌কেউ দীর্ঘ দিন  প্রেম করার প‌রেও  প‌রিণয় হয় না । আবার কেউ  ক্ষ‌নি‌কের প‌রিচ‌য়ে  প‌রিণ‌য়ে আবদ্ধ হ‌য়ে প‌ড়ে । 

দীর্ঘ দি‌নের সম্পর্ক কেউ  নি‌মি‌ষেই  ভু‌লে  যায় । কেউ কেউ  ক্ষ‌ণি‌কের প‌রিচ‌য়ের রেশ সারা জীবন ব‌য়ে বেড়ায় ।  ক‌বি  ব‌লে‌ছেন, মানু‌ষের মন সজ‌নে পাতার চে‌য়েও  হালকা,ভারহীন । অল্প বাতা‌সে এ‌দিক সে‌দিক দোল খায় । 

কা‌রো কা‌রো দীর্ঘ দি‌নের বিশ্বাস নি‌মি‌ষেই  শেষ হ‌য়ে  যায় । কা‌রো কা‌রো বিশ্বাস ছাড়াই  জীবন চ‌লে  সমান্তরা‌লে । এমনও দাম্প‌তি দেখা যায় ,‌ সেখা‌নে না আ‌ছে বিশ্বাস,না আ‌ছে  ভালবাসা । শুধু জীবন ও আ‌দি ধারার জন্য এক‌ত্রে বাস ক‌রে, একই ছা‌দের নি‌চে,একই ঘ‌রে । 


‌কেউ কেউ সারা জীবন এক সা‌থে কাটা‌নোর প‌রেও জীব‌নের মা‌নে খুঁ‌জে পায় না । এমনও কেউ কেউ  র‌য়ে‌ছে ,এক দিন এক‌ত্রে  না কাটা‌লেও সারা জীবন এ‌কে অপর‌কে অনুভব ক‌রে । 

বয়স হ‌য়ে  গে‌লেও পুর‌নো প্রেম কা‌রো হৃদ‌য়ে  জে‌গে  থা‌কে । কেউ কেউ সারা জীবন পাশ‌াপা‌শি  থ‌াকার প‌রেও  কেউ  কা‌রো প্র‌তি বিন্দু  মাত্র  টান  অনুভব ক‌রে না । জীবন বড়ই  বি‌চিত্র । আরও বি‌চিত্র  হল এ দু‌নিয়ার মানুষ গু‌লো । 

আমরা প্র‌তি নিয়ত শুধু  অ‌ভিনয়  ক‌রেই  চল‌ছি । কে যে কাহা‌কে ফাঁ‌কি  দি‌চ্ছি তার হিসাব নেই  । স্বামীর পা‌শে  শু‌য়ে শু‌য়ে কেউ  প্রাক্তন  প্রে‌মি‌কের কথা  ভা‌বে । আবার কেউ  স্ত্রীর বাহু‌তে আবদ্ধ  হ‌য়ে প্রাক্তণ প্রে‌মি‌কার কথা ভা‌বে । 

‌কে যে কাহার হৃদ‌য়ে বাস ক‌রে ,আস‌লে সেটা বলা মুশ‌কিল ।  কে কাহার স্মৃ‌তি নি‌য়ে বাস ক‌রে, কে কাহার জন্য আকুল হ‌য়ে উ‌ঠে, কে কাহার স্পর্শ অনুভব ক‌রে ,‌কে কাহার অভাব অনুভব ক‌রে ,‌সেটা বলা স‌ত্যি বড় ক‌ঠিন ব্যাপার । 


সব কিছুর মধ্যেও  জীবন এ‌গি‌য়ে চ‌লে । সময় ব‌য়ে যায় নিজস্ব গ‌তি‌তে । হয়‌তো এম‌নি ক‌রে এক‌দিন সব কিছু নিঃ‌শ্বেষ হ‌য়ে  যা‌বে । কা‌রো জন্য কা‌রো জীবন থে‌মে  থা‌কে না । 

Post a Comment

0 Comments