তারিখঃ ২২/০১/২০২২ ইং
কে কাহার মনে বাস করে সেটা বলা খুবই মুশকিল । এক জনের সাথে প্রেম করে ঘর বাঁধে অন্য জনের সাথে ।
বরের সাথে ঘর সংসার করার পাশা পাশি কেউ কেউ হৃদয় আসনে বসিয়ে রাখে প্রাক্তন প্রেমিক কে ।
স্ত্রীর সব চাহিদা,অধিকার পূরন করার পাশাপাশি কেউ কেউ প্রাক্তন প্রেমিকাকে হৃদয়ে লালন করে ।
মানুষের মন বড়ই বিচিত্র । কখন কোন দিকে ঝুঁকে পড়ে বলা মুশকিল । মানুষের জীবনটা কেন জানি আমার কাছে অভিনেতার জীবন মনে হয় । প্রতি নিয়ত অভিনয় করে চলতে হয় ।
কেউ দীর্ঘ দিন প্রেম করার পরেও পরিণয় হয় না । আবার কেউ ক্ষনিকের পরিচয়ে পরিণয়ে আবদ্ধ হয়ে পড়ে ।
দীর্ঘ দিনের সম্পর্ক কেউ নিমিষেই ভুলে যায় । কেউ কেউ ক্ষণিকের পরিচয়ের রেশ সারা জীবন বয়ে বেড়ায় । কবি বলেছেন, মানুষের মন সজনে পাতার চেয়েও হালকা,ভারহীন । অল্প বাতাসে এদিক সেদিক দোল খায় ।
কারো কারো দীর্ঘ দিনের বিশ্বাস নিমিষেই শেষ হয়ে যায় । কারো কারো বিশ্বাস ছাড়াই জীবন চলে সমান্তরালে । এমনও দাম্পতি দেখা যায় , সেখানে না আছে বিশ্বাস,না আছে ভালবাসা । শুধু জীবন ও আদি ধারার জন্য একত্রে বাস করে, একই ছাদের নিচে,একই ঘরে ।
কেউ কেউ সারা জীবন এক সাথে কাটানোর পরেও জীবনের মানে খুঁজে পায় না । এমনও কেউ কেউ রয়েছে ,এক দিন একত্রে না কাটালেও সারা জীবন একে অপরকে অনুভব করে ।
বয়স হয়ে গেলেও পুরনো প্রেম কারো হৃদয়ে জেগে থাকে । কেউ কেউ সারা জীবন পাশাপাশি থাকার পরেও কেউ কারো প্রতি বিন্দু মাত্র টান অনুভব করে না । জীবন বড়ই বিচিত্র । আরও বিচিত্র হল এ দুনিয়ার মানুষ গুলো ।
আমরা প্রতি নিয়ত শুধু অভিনয় করেই চলছি । কে যে কাহাকে ফাঁকি দিচ্ছি তার হিসাব নেই । স্বামীর পাশে শুয়ে শুয়ে কেউ প্রাক্তন প্রেমিকের কথা ভাবে । আবার কেউ স্ত্রীর বাহুতে আবদ্ধ হয়ে প্রাক্তণ প্রেমিকার কথা ভাবে ।
কে যে কাহার হৃদয়ে বাস করে ,আসলে সেটা বলা মুশকিল । কে কাহার স্মৃতি নিয়ে বাস করে, কে কাহার জন্য আকুল হয়ে উঠে, কে কাহার স্পর্শ অনুভব করে ,কে কাহার অভাব অনুভব করে ,সেটা বলা সত্যি বড় কঠিন ব্যাপার ।
সব কিছুর মধ্যেও জীবন এগিয়ে চলে । সময় বয়ে যায় নিজস্ব গতিতে । হয়তো এমনি করে একদিন সব কিছু নিঃশ্বেষ হয়ে যাবে । কারো জন্য কারো জীবন থেমে থাকে না ।
0 Comments