Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

আ‌জিকার বউ বে‌টিরা হই‌সে চালাক

হামেরা হ‌চ্ছি ডোমা‌রের মাইন‌সি । হামারও তো নি‌জের কথাবাত্তা আ‌ছে না‌কি । সি‌লে‌টি,চাটগাঁইয়া,‌নোয়াখাইল্যা,ঢাকাইয়া,রংপু‌রিয়া ভাষা থাক‌লে হামার ডোমা‌রেরও নিজস্ব ভাষা আ‌ছে । 

হামারাও যেলা গ্রা‌মের বা‌ড়িৎ থা‌কি,‌সেলা হামরা গ্রা‌মের ভাষায় কথা কই । 
এলা অবশ্য চেংড়া চেং‌ড়িরা লেখা পড়া ক‌বিরার জন্য বাই‌রোৎ থা‌কে,‌সে জ‌ন্যি ওরা শুদ্ধ ভাষায় কথা কয় । মোক কিন্তু মোর গ্রা‌মের ভাষায় খুব ভাল না‌গে । 

হামার এলাকাত কিছু কিছু প্রবাদ বাক্য প্রচ‌লিত আ‌ছে। গ্রা‌মের ম‌হিলারা সেইলা বাক্য কথায় কথায় কয় । বি‌ভিন্ন অনুষ্ঠান বা‌ড়িত খুব চ‌লে হামার ঐলা প্রবাদ বাক্য । 
‌মোর একনা মাঐ মা আ‌ছে । মাঐ ওইলা বাক্য ছ‌ন্দে ছ‌ন্দে খুব কয় । 

  শ‌ু‌নিয়া হামরাও খুব মজা পাই । আ‌জি তোমারলাক শ‌ু‌নিবার জন্য কিছু কিছু ডোমা‌রের গাঁও গেরা‌মের প্রবাদ বাক্য তু‌লি ধ‌রিম । 

প্রবাদ : 
আ‌জিকার বউ বে‌টিরা হই‌সে চালাক
ধান ভ‌রেয়া থুই‌সে ছালাত,
ভাতা‌রোক বানাই‌সে বলদ,
ধান ভা‌ঙ্গিয়া আ‌নে‌ছে কলদ । 

অর্থ:  আ‌গের দি‌নে গ্রা‌মের ম‌হিলারা ছাম,গা‌হিন বা ঢেঁ‌কি‌তে  ধান ভাঙ‌তো । আজ আর সেই  দিন নেই  । বা‌ড়ির বউরা চালাক হ‌য়ে গে‌ছে, তারা ধান শুকা‌নোর পর বস্তায় ভ‌রি‌য়ে রা‌খে । স্বামী‌কে দি‌য়ে বস্তা বহন ক‌রে নি‌য়ে যায় এবং  ধান ভাঙ্গা মিল থে‌কে ধান ভা‌ঙ্গি‌য়ে নি‌য়ে আ‌সে । 
 আ‌গে আমরা দেখতাম গ্রা‌মের প্র‌তিটা বা‌ড়ি‌তে ছাম,গা‌হিন আর ঢেঁ‌কি‌ ছিল । 
গ্রা‌মে বিদ্যুৎ ছিল না । মানুষ এত যা‌ন্ত্রিক ছিল না । বা‌ড়ির বউরা খুব ভো‌রে উ‌ঠে ধান ভাঙ্গ‌তে শুরু কর‌তো । কখ‌নো একা,কখ‌নো দুই জন বা তিন জন মি‌লে একাজ কর‌তো তারা । এটা ছিল শ্রম সাধ্য ব্যাপার । 
‌দি‌নে দি‌নে প্রযুক্তির কল্যা‌ণে এখন সব কিছু মি‌লের মাধ্য‌মে করা হয় । 
বউ‌য়েরা এখন শুধু মাত্র ধান সেদ্ধ ক‌রে,শুকায় । তার পর বস্তায় ভ‌রি‌য়ে তার স্বামী‌কে দি‌য়ে মি‌লে পাঠায় ধান ভে‌ঙ্গে নি‌য়ে আসার জন্য ।

এখনকার এই  অবস্থা দে‌খে জ‌নৈক ম‌হিলার মুখ দি‌য়ে বের হ‌য়ে আ‌সে উক্ত প্রবাদ‌টি । 

Post a Comment

0 Comments