হামারাও যেলা গ্রামের বাড়িৎ থাকি,সেলা হামরা গ্রামের ভাষায় কথা কই ।
এলা অবশ্য চেংড়া চেংড়িরা লেখা পড়া কবিরার জন্য বাইরোৎ থাকে,সে জন্যি ওরা শুদ্ধ ভাষায় কথা কয় । মোক কিন্তু মোর গ্রামের ভাষায় খুব ভাল নাগে ।
হামার এলাকাত কিছু কিছু প্রবাদ বাক্য প্রচলিত আছে। গ্রামের মহিলারা সেইলা বাক্য কথায় কথায় কয় । বিভিন্ন অনুষ্ঠান বাড়িত খুব চলে হামার ঐলা প্রবাদ বাক্য ।
মোর একনা মাঐ মা আছে । মাঐ ওইলা বাক্য ছন্দে ছন্দে খুব কয় ।
শুনিয়া হামরাও খুব মজা পাই । আজি তোমারলাক শুনিবার জন্য কিছু কিছু ডোমারের গাঁও গেরামের প্রবাদ বাক্য তুলি ধরিম ।
প্রবাদ :
আজিকার বউ বেটিরা হইসে চালাক
ধান ভরেয়া থুইসে ছালাত,
ভাতারোক বানাইসে বলদ,
ধান ভাঙ্গিয়া আনেছে কলদ ।
অর্থ: আগের দিনে গ্রামের মহিলারা ছাম,গাহিন বা ঢেঁকিতে ধান ভাঙতো । আজ আর সেই দিন নেই । বাড়ির বউরা চালাক হয়ে গেছে, তারা ধান শুকানোর পর বস্তায় ভরিয়ে রাখে । স্বামীকে দিয়ে বস্তা বহন করে নিয়ে যায় এবং ধান ভাঙ্গা মিল থেকে ধান ভাঙ্গিয়ে নিয়ে আসে ।
আগে আমরা দেখতাম গ্রামের প্রতিটা বাড়িতে ছাম,গাহিন আর ঢেঁকি ছিল ।
গ্রামে বিদ্যুৎ ছিল না । মানুষ এত যান্ত্রিক ছিল না । বাড়ির বউরা খুব ভোরে উঠে ধান ভাঙ্গতে শুরু করতো । কখনো একা,কখনো দুই জন বা তিন জন মিলে একাজ করতো তারা । এটা ছিল শ্রম সাধ্য ব্যাপার ।
দিনে দিনে প্রযুক্তির কল্যাণে এখন সব কিছু মিলের মাধ্যমে করা হয় ।
বউয়েরা এখন শুধু মাত্র ধান সেদ্ধ করে,শুকায় । তার পর বস্তায় ভরিয়ে তার স্বামীকে দিয়ে মিলে পাঠায় ধান ভেঙ্গে নিয়ে আসার জন্য ।
এখনকার এই অবস্থা দেখে জনৈক মহিলার মুখ দিয়ে বের হয়ে আসে উক্ত প্রবাদটি ।
0 Comments