যামিনী রায়
আজ ডাক লক্ষ্মী পূজা । আশ্বিন মাসের শেষ দিন । আমাদের ডোমারে আমাদের গ্রামে এ দিনটার বিশেষ গুরুত্ব রয়েছে । ছোট বেলা থেকে দেখে আসছি এই দিনটাতে গ্রামের মানুষ খৈল এর সাথে জাম্বুরা পাতা,বেল পাতা ভেজে মিশ্রন তৈরি করতো । কলা গাছের ডগার সাথে পাটখড়ি দিয়ে ঠগা নামক বস্তু তৈরি করতো । তুলা দিয়ে বড় সলতে তৈরি করতো,এটাকে ভোগা বলে । বিকেল বেলা যে যার জমিতে ঠগা আর ভগা দেওয়ার জন্য বের হতো ।
ঠগায় সলতে দিয়ে আগুন ধরানোর পর খৈল এর মিশ্রন ছিটাতে ছিটাতে নানা রকম ছন্দ বলা হতো । ছন্দ গুলো ছিল এমন ,
আকশোর হা হা
পোকা মাকড় দূর হ ।
সবার ধান টনা মনা
হামার ধান কাঞ্চা সোনা ।
ছোট লাঙ্গল এর বড় ঈশ
হামার ধানের নেন্দেরা শীষ ।
আকশোর হা হা
নেকেনাই ধরেয়া ,ইঁন্দুর সলেয়া
দূর হয়ে যা ।
সবার ধান আউল ঝাউল
হামার ধান সিধায় চাউল ।
সবার ধান হিতি হুতি
হামার ধান বাড়ির ভিতি ।
আকশোর হা হা
ছোট বড় সগ গুলা ধান
সমান হয়া যা ।
আশ্বিন কার্তিক ভোগার ডাঙ
নাড়া ফাটিয়া বিড়াইক ধান ।
সগার গরু নড়ে চড়ে
হামার গরু উঠিয়া দৌড় মারে ।
পোকা মাকড় দুর পালা
মা লক্ষী খেল খেলা ।
আকশোর হা হা
পোকা মাকড় ইঁন্দুর দরেয়া নেকেনাই সলেয়া
দুর হয়ে যা ।
এরকম নানা রকম ছন্দ বলা হতো । বিকেল বেলা দলা বাড়ির মধ্যে একটা কেমন জানি উৎসবের বন্যা বয়ে যেত । সেই দিন গুলোকে খুব উপভোগ করতাম । আজ সেই দিন গুলোকে বড় বেশি মিস করি ।
সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে গেছে । মানুষ প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে । কৃত্রিম আনন্দ নিয়ে পড়ে রয়েছে । সেই দিনের সেই নির্মল আনন্দ আজ কাল খুঁজে পাওয়া দায় ।
শুধু মনে পড়ে সোনালী দিনের সেই স্মৃতি গুলোকে ।
১৮/১০/২০২২ ইং
আনসার রোড,শ্রীপুর,গাজীপুর
ছবিঃ সংগৃহীত
0 Comments