Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

মারণঘা‌তি ক্যা‌সি‌নো খেলা

ক্যা*সি*‌নো সমাচার 

মহাভার‌তের পাশা খেলার কথা আমরা অ‌নে‌কেই জা‌নি । টি‌ভি সি‌রিয়াল দে‌খে বা মহাভার‌তের কা‌হিনী প‌ড়ে তা আমরা জানি । পাশা খেলার প‌রিণ‌তি স্বরুপ পঞ্চ পান্ড‌দের অর্থ,সম্পদ,রাজ্য চ‌লে যায় । শেষ পর্যন্ত নি‌জের স্ত্রী‌কে পর্যন্তও খেলায় বা‌জি ধ‌রে‌ছিল । 
 আমরা পঞ্চ পান্ডব‌দের এমন কা‌জের জন্য সমা‌লোচনা ক‌রি,পাশা খেলা‌কে এ‌ড়ি‌য়ে চল‌তে চাই । 
‌কিন্তু বর্তমা‌নে আমা‌দের এলাকায় চল‌ছে পাশা খেলার আধু‌নিক ভার্সন ক্যা*‌সি*নো খেলা। 
এই খেলায় আমার অ‌নেক কা‌ছের মানুষ আজ রিক্ত,‌নিঃস্ব । পাশা খেলার মাস্টার মাইন্ড শকু‌নির মত অ‌নেক মাস্টার মাইন্ড ক্যা*‌সি*‌নো নিয়ন্ত্রন কর‌ছে আন্ডার গ্রাউন্ড এ ব‌সে ব‌সে । 
এ খেলা এমন খেলা নিঃস্ব না‌ ক‌রে সহ‌জে ছা‌ড়ে না । কে কা‌রে বোঝা‌বে? যারা খেল‌ছে তারা মায়ার মো‌হে যেন অন্ধ হ‌য়ে গে‌ছে‌ । 
আমা‌দের এলাকার মত সারা দে‌শে হয় তো চল‌ছে মারণঘা‌তি এ খেলার তান্ডব । এমন প‌রি‌স্থি‌তি‌তে সরকারই পা‌রে এসব খেলার সাইট বন্ধ ক‌রে দি‌তে । 
আ‌মি সরকার ও প্রশাস‌নের কা‌ছে এসব জু*য়া খেলার সাইট ব‌ন্ধের অনু‌রোধ কর‌ছি । এসব সাইট য‌দি বন্ধ না হয়,ত‌বে অদূর ভ‌বিষ্য‌তে দে‌শের জনগ‌নের একটা বড় অংশ রিক্ত ও নিঃস্ব হ‌য়ে যা‌বে,তারা বি‌ভিন্ন রকম অপরা‌ধে জ‌ড়ি‌য়ে যা‌বে । দে‌শের বড় অং‌কের অর্থ বি‌দে‌শে পাচার হ‌বে । 
 যারা‌ মহাভার‌তের পাশা খেলার কুফল থে‌কে শিক্ষা নেয় নি,তা‌দের জন্য আগাম সম‌বেদনা কারণ তারা 
শেষ প‌রিণ‌তি‌তে নিঃস্ব হ‌বেই হ‌বে ।

Post a Comment

0 Comments