আ‌য়ের এক‌টি অংশ বি‌নি‌য়োগ কর‌তে হ‌বে - Jamini Kishore Roy

আ‌য়ের এক‌টি অংশ বি‌নি‌য়োগ কর‌তে হ‌বে

Share This
রবার্ট মুগাবে একবার বলেছিলেন,
"যখন তোমার বেতন ঠিক সময়ে আসে, তখন তুমি মুরগির মাংস খেতে পারো।
আর যখন বেতন কমে যায়, তখন হয়তো তুমি মুরগির পণ্য,যেমন ডিম—খাবে।

এরপর এমন সময় আসবে যখন তুমি মুরগি যা খায়—যেমন ভুট্টা আর গম—তা-ই খেতে শুরু করবে...

সবশেষে, যখন বেতন পুরোপুরি ফুরিয়ে যাবে, তখন তুমি নিজেই মুরগির মতো হয়ে যাবে,

দিনের বেশিরভাগ সময় খাবারের খোঁজে ঘুরে বেড়াবে।

তোমার বেতন আসলে একটা বীজের মতো, যার কিছু অংশ বাঁচিয়ে বিনিয়োগে লাগানো উচিত,

কারণ শুধুমাত্র বেতন তোমার সব আর্থিক সমস্যা সমাধান করতে পারবে না।

এখনই একটা বিকল্প পরিকল্পনা নাও,

কারণ বুদ্ধি মত্তার সঙ্গে বিনিয়োগ করলে এমন দিন আসবে যখন তুমি ইচ্ছেমতো মুরগি খেতে পারবে!

যদি পারো... চেষ্টা করো বিনিয়োগ নিয়ে ভাবতে—

কারণ তুমি চিরকাল তরুণ থাকবে না!

তোমার জীবনের নিরাপত্তা নিয়ে ভাবো—কারণ তুমি চিরকাল শক্তিশালীও থাকবে না!
তোমার আয় বাড়ানোর পথ নিয়ে ভাবো—
কারণ তুমি চিরকাল চাকুরিজীবীও থাকবে না।

লেখা সংগৃহীত 

No comments:

Post a Comment

Pages