১০ ই মে,২০১৮ ইং রাতে ডোমার,ডিমলায় প্রলয়কারী শিলা বৃষ্টি আর ঝড় আঘাত হানে ।লন্ড ভন্ড হয়ে যায় সব কিছু । বাড়ি ঘর ,গাছপালা আর ফসলের ব্যাপক ক্ষতি হয় ,সেই সাথে মানুষের স্বপ্নগুলোও ঝরে পরে ।
আবার মানুষজন উঠে দাঁড়াবে, হয়তো একটু সময় লাগবে কিন্তু স্মৃতি সারা জীবন তাড়া করবে ।
শিলা বৃষ্টিতে টিনের চাল ফুটো হয়ে গেছে । নতুন পুরাতন সব টিন শিলার আঘাতে ঝাঁঝরা হয়ে গেছে । টিনের মত মানুষের স্বপ্নও যেন ঝাঁঝরা হয়ে গেছে । কৃষকের স্বপ্ন গুলো হঠাৎ করে নিভে গেছে । বয়স্ক যারা আছেন তারা বলছে ,এমন শিলা বৃষ্টি নাকি তারা জীবনেও দেখেনি ।
দেখে মনে হচ্ছে সবুজ ধানের মাঠ কি সুন্দর ভাবে সবুজে ছেয়ে রয়েছে । ভাল করে দেখলেই বুঝা যায় পাকা ধান ঝরে গিয়ে শুধু মাত্র গাছ গুলো দাঁড়িয়ে রয়েছে । শিলা বৃষ্টির আঘাতে পাকা পাকা সোনালী ধান মাটির সাথে মিশে গেছে ,সেই সাথে মাটির সাথে মিশে গেছে কৃষকের স্বপ্ন । একটি স্বপ্ন কে বাস্তবে রুপ দিতে গেলে অনেক কাঠ খড় পোড়াতে হয় , কিন্তু একটা স্বপ্নকে নিমিষেই কবর দেওয়া যায় । আবার মানুষজন উঠে দাঁড়াবে, হয়তো একটু সময় লাগবে কিন্তু স্মৃতি সারা জীবন তাড়া করবে ।
শিলা বৃষ্টিতে টিনের চাল ফুটো হয়ে গেছে । নতুন পুরাতন সব টিন শিলার আঘাতে ঝাঁঝরা হয়ে গেছে । টিনের মত মানুষের স্বপ্নও যেন ঝাঁঝরা হয়ে গেছে । কৃষকের স্বপ্ন গুলো হঠাৎ করে নিভে গেছে । বয়স্ক যারা আছেন তারা বলছে ,এমন শিলা বৃষ্টি নাকি তারা জীবনেও দেখেনি ।
যার স্বপ্ন ঝরেছে সেই বুঝে স্বপ্ন ঝরার দুঃখ,কষ্ট ।
একটা আঘাতেই বুক হয়ে যায় ক্ষতবিক্ষত । নিশীদিন বুক থেকে হাহাকার বেড়িয়ে আসতে থাকে । মনকে বোঝাতে চাইলেও কভু মনকে বোঝানো সম্ভব হয় না । তার যায় সেই বুঝে হায় কতটা যন্ত্রণা হারানোর মাঝে ।
ছবি দেখে মনে হচ্ছে কোন শিল্পীর তুলিতে আঁকা যেন কোন ছবি । কিন্তু বাস্তবে সেটা নয় । ঝড় আর শিলা বৃষ্টির কঠিন আঘাতে ধান গাছের এমন অবস্থা হয়েছে । এ যেন ধান গাছ ভেংঙ্গে যায় নি ,ভেঙ্গে গিয়েছে কৃষকের মেরুদন্ড । আর মাত্র কয়েক দিন পরেই কৃষক সোনালী ধান ঘরে তুলতো কিন্তু সেটা আর সম্ভব হল না । প্রাকৃতিক দূর্যোগ সব আশা ধূলিসাৎ করে দিল । কৃষকের মেরুদন্ড যেন ভেঙ্গে গেল ।
গাছ পালা,ঘর বাড়ি যেন ধ্বংস স্তুপে পরিণত হয়েছে । কয়েক মিনিটের ঝড় আর শিলা বৃষ্টি সব কিছুেই লন্ডভন্ড করে দিয়েছে । আমাদের বাগানের বিশাল আকারের আমলকি গাছটা ঘরের উপর পড়ে ঘরটার বারোটা বেজে দিয়েছে । ঘরে নতুন পিলার লাগানো হয়েছিল । নতুন করে বাড়িটাকে সাজানো হয়েছিল কিন্তু হঠাৎ করেই যেন সবকিছু শেষ হয়ে গেল ।
প্রচন্ড ঝড়ে গাছ পালা ভেঙ্গে গিয়ে বাড়ি ঘরের উপর পড়েছে । মানুষের বাগানের গাছ পালার সাথে সাথে আশ্রয় স্থল টুকুও নষ্ট হয়ে গেছে । প্রাকৃতিক দূর্যোগ যেন নিমিষেই সব স্বপ্ন তছনছ করে দিয়েছে । চারিদিকে শুধু মানুষের হাহাকার ছাড়া আর কিছুই শোনা যায় না । প্রকৃতির কাছে মানুষ বড় অসহায় । প্রকৃতির কাছে মানুষ নিরব থাকে ,সেখানে তাদের করার মত কিছুই থাকে না । বড়ই আজব যেন ।
বাগানের গাছ পালা ভেঙ্গে গিয়ে সব তছনছ হয়ে গেছে । অনেক ফলের গাছ নষ্ট হয়ে গেছে । একটা গাছ কে বড় করতে গেলে অনেক সময় লাগে । কিন্তু নষ্ট হতে বেশি সময় লাগে না । একটি স্বপ্নকে বাস্তবায়িত করেতে গেলে অনেক সময়ের প্রয়োজন কিন্তু স্বপ্ন ভাঙতে কোন সময় লাগে না ।
এসব দৃশ্য দেখে কি আর ভাল লাগে । সাজানো বাগান আজ ধ্বংস হয়ে গেছে ,মনে বড়ই কষ্ট লাগে ।
আমাদের বাড়ির বাগানটা আজ যেন ধ্বংস স্তুপে পরিণত হয়েছে । ফলন্ত গাছ গুলো এভাবে নষ্ট হয়ে গেল , মনটা খুব খারাপ হয়ে গেল ।প্রচন্ড ঝড়ের কারণে গাছের গোড়া পর্যন্ত উপড়ে গেছে । প্রাকৃতিক দূর্যেোগের কাছে সব কিছুই যেন অসহায় ।
এমন ফসলের ক্ষেত দেখে মন থেকে হাহাকার বেড়িয়ে আসে অজান্তেই । দু’চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে । গুমড়ে গুমড়ে বুকের ভেতর কাঁন্না করে ভেঙ্গে যাওয়া স্বপ্ন গুলো ।
শিলার আঘাতে কচু ক্ষেতও রেহাই পায় নি ।
ফসলের গাছ ভেঙ্গে পড়ে আছে ,ফসল নেই ।
ঝড় আর শিলা বৃষ্টির আঘাতে গাছ পালা,ফসল সব কিছু শেষ হয়ে গেছে । কেউ যেন দক্ষ হাতে সব কিছু নষ্ট করে দিয়ে চলে গেছে । কেউ যদি ফসলের ক্ষতি করে দিত ,তবে মারামারি লেগে যেত, প্রকৃতি যখন আঘাত করে তখন আর কারো কিছু করার থাকে না ।
শিলার আঘাতে টিনের চালের কি অবস্থা দাঁড়িয়েছে ্।
শিলার আঘাতে বাড়ি ঘরের কি অবস্থা হয়েছে ,না দেখলে কেউ বিশ্বাসই করতে চাইবে না ।
ধানই কৃষকের প্রাণ । সেই ধান ক্ষেতের ধান সব তছনছ হয়ে গেছে । এত কষ্ট করে ফসল ফলায় কৃষক ,আর সেই ফসল যদি নষ্ট হয়ে যায় ,এর মত কষ্টের আর কি হতে পারে । প্রতিটা ফসল কে ঘিরে কৃষকের এক একটা স্বপ্ন বোনা শুরু হয় । প্রতিটা ফসল নিয়ে পরিকল্পনা শুরু হয় । কোন ফসল দিয়ে কি করবে ,সব কিছুই কৃষক করে তার ফসলের উপর ভিত্তি করে । কোন ক্রমে যদি তা নষ্ট হয়ে যায় ,তখন দুঃখ পাওয়া ছাড়া আর কি ই বা করার আছে ।
শিলা বৃষ্টির আঘাতে সোনালী ধান ঝরে গিয়ে মাটির সাথে মিশে গিয়েছে । কয়েক দিন পরেই কৃষক সেই ধান ঘরে তুলতো কিন্তু সে আশা আর পুরন হল না । ক্ষেতের দিকে তাকালে হঠাৎ করে হয়তো কেউ বুঝতেই পারবে না যে গাছে কোন ধান নেই ।ঝড় আর শিলা বৃষ্টি শুধু মাত্র ফসলই ঝরাই নি ,ঝরিয়েছে মানুষের স্বপ্ন । কৃষকের স্বপ্ন গুলো খুবই ছোট ছোট হয়ে থাকে । সেই ছোট স্বপ্ন গুলোকে পুরন করতে গিয়ে কৃষককে কি পরিশ্রমই না করতে হয় । আর সেই স্বপ্ন যদি হঠাৎ করে নষ্ট হয়ে যায় তখন বেঁচে থাকার মানেটাই বদলে যায় । ঝড়ে ফসল ঝরে যায় সেই সাথে ঝরে কৃষকের স্বপ্ন । এ যেন স্বপ্ন ঝরার কাহিনী । সব ফুল দিয়ে যেমন মালা গাঁথা যায় না,তেমনি সব স্বপ্ন বাস্তবে রূপ নেয় না , ঝড়ের আঘাতে ঝরে যাওয়া ফসলের মতই কিছু কিছু স্বপ্ন ঝরে যায় । কতযে স্বপ্ন ঝরার কাহিনী লুকিয়ে রয় আমাদের জীবনে । প্রতিনিয়ত মানুসের স্বপ্ন যেন ঝরতেই থাকে । সব ফুল দিয়ে যেমন মালা গাঁথা যায় না,তেমনি সব স্বপ্ন পুরন হয় না ।
0 Comments