Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ওম ট্রেডার্স এর প্রথম হালখাতা

                                                              
৬/৬/২০১৮ ইং তা‌রি‌খে ওম ট্রেডার্স এর প্রথম হালখাতা হ‌য়ে গেল । প্রায় তিন লাখ টাকা বাকি পড়েছে , কালেকশন হয়েছে মাত্র দেড় লাখের মত । মে মাসের ১০ তারিখে প্রলয়কারী ঝড় ও শিলা বৃষ্টিতে কৃষকের ফসল নষ্ট হয়ে যায় , এর প্রভাব পড়েছে আমাদের ব্যবসার উপর ।
প্রথম ব্যবসা শুরু করেছি , অনেক স্বপ্ন নিয়ে কিন্তু প্রাকৃতিক দূর্যেোগের কারণে হালখাতা করেও বেশি মূলধন তুলতে পারি নি ।




আশা নিয়ে মানুষ পথ চলে । চলার পথে অনেক বাঁধা বিপত্তি আসে ,তারপরেও পথ চলতে হয় । ব্যবসা শুরু করে ভালই লাভ হয়েছে প্রথম দিকে । নতুন ব্যবসায়ী হিসেবে অনেক পরিচিতি পেয়েছে দাদা । অল্প সময়েই সুনাম ছড়িয়ে পড়েছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের । সামনের দিন গুলোতে ব্যবসাকে ঘিরে অনেক পরিকল্পনা রয়েছে আমাদের । দাদাকে বার বার বলেছি , আগে ব্যবসাটা  ভাল করে শিখে নাও । ব্যবসা ছাড়া জীবনে ভাল কিছু করা যাবে না । যে জাতি ব্যবসায় উন্নত , সে জাতি বিশ্বে তত উন্নত । ব্যবসার বিকল্প ব্যবসাই । আমার ভবিষ্যৎ প্রজন্মকে ব্যবসায়ী হিসেবে গড়ে তুলতে হবে ,এটাই আমার ইচ্ছে । ওম ট্রেডার্স হল আমাদের পরিবারের টার্নিং পয়েন্ট ।
আজ থেকে যদি দশ বছর আগে ব্যবসা শুরু করা যেত,তবে এতদিনে অনেক উচ্চতায় পৌঁছানো যেত । এখন মনে হচ্ছে দেরি হয়ে গেল । যাক্ দেরিতে হলেও শুরু তো করতে পেরেছি । এত দিন দাদা কৃষক হিসেবে এলাকায় পরিচিত ছিল ,এখন ব্যবসায়ী হিসেবে পরিচেত । ব্যবসায়ীর আলাদা একটা সম্মান রয়েছে । ওম ট্রেডার্সের জন্য দাদার এবং আমাদের পরিবারের আলাদা একটা পরিচিতি হয়েছে ইতিমধ্য । কিন্তু প্রাকৃতিক দূর্যোগের কারণে হালখাতায় কালেকশন অনেক কম হয়েছে । তবুও ধৈর্য্য হারালে চলবে না । বিপদে সাহস হারালে চলবে না । ব্যবসায় অনেক বেশি ধৈর্য্য ধরে থাকতে হয় । তাই দাদাকে বার বার বলছি , অপেক্ষা করো ,সব ঠিক হয়ে যাবে । এ বছর প্রাকৃতিক কারণে হয়তো কৃষকের অনেক ক্ষতি হয়েছে ,এজন্য হালখাতায় আমাদের টাকা বেশি ওঠেনি । সামনের বছর নিশ্চয়ই এরকম হবে না । প্রত্যেক বার তো আর একই রকম হবে না । আমাদের পরিবারের শেষ আশার জায়গা এখন ওম ট্রেডার্স । দেখি ঈশ্বর ভবিষ্যতে আমাদের জন্য কি বার্তা পাঠায় ।




 

Post a Comment

0 Comments