ভিত্ত‌ি - Jamini Kishore Roy

ভিত্ত‌ি

Share This



কোন কিছু প্রতিষ্ঠা করতে গেলে ভিত্তি বা বেসের দরকার । ভিত্তি ছাড়া কোন কিছু গড়াই সম্ভব নয় । একজন মানুষকে মানুষে পরিণত হতে হলে তার ভিত্তি স্তম্ভটা ভাল ভাবে স্থাপন করতে হবে । একটা বিল্ডিং করতে হলে সেখানেও ভিত্তি দিতে হয় । যার যেমন ভিত্তি সে তত টেকসই,মজবুত । যার ভিত্তি দূর্বল ,তার পতন অতিদ্রুত । ভিত্তিহীন কথার যেমন গুরুত্ব নেই,তেমনি ভিত্তি হীন কোন কিছুই কল্পনা করা যায় না । প্রতিটা জিনিসরই ভিত্তিটাই হল আসল । বিদ্যুতের লাইন বসাতে গেলে আগে পোল গুলো স্থাপন করতে হয় ।


পোল গুলোকে যদি ভালভাবে স্থাপন করা না হয় ,যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে । আবার পোল ভাল নাহলে লাইনে বিপদ দেখা দিতে পারে যে কোন সময় । যে কোন কাজ করার আগে তার ভিত্তিটা দেখতে হবে । একটা কাজের ভিত্তি দেখে অনেক কিছু জানা যায় । ভিত্তিটাই বলে দেবে এর ভবিষ্যৎ । একটা প্যান্ডেল করতে হলে আগে প্যান্ডেলের ভিত্তিটা ভালভাবে বানাতে হয় । ভিত্তি যত ভাল ,প্যান্ডেল তত ভাল । তেমনি সন্তানের ক্ষেত্রেও একই কথা । আপনার সন্তানের ভিত্তি যত ভাল হবে ,ভবিষ্যতে সেই সন্তান তত আপনার মুখ উজ্জল করবে । আপনার দায়িত্ব ও কর্তব্য হল আপনার সন্তানের ভিত্তি গড়ে দেওয়া । প্রতিটি বাবা মায়ের দায়িত্ব হল তার সন্তানের ভিত্তিটা ভাল ভাবে গড়ে তোলা । ভিত্তিটাই যদি ভাল না হয় ,তবে সব কিছুই একদিন নড়বড়ে হবে ,আর হওয়াটাই স্বাভাবিক । 




No comments:

Post a Comment

Pages