Picture of Jamini in different time - Jamini Kishore Roy

Picture of Jamini in different time

Share This
1996
শৈশব প্রত্যেকের জীবনের মধুর একটি সময়। শৈশব জীবনের দিন গুলি ছিল দুরন্তপনা, দুষ্টামি আর সারাদিন ছোটাছুটি করে দৌড়ে পালাবার এক মুহূর্ত। আমার শৈশব যেন আজও আমাকে ডাকে আয় আয়-ফিরে আয়। সত্যিই আজ আবার বার বার ফিরে যেতে মন চায়,আবার মন চায় শৈশবের দিন গুলোতে ফিরে যেতে। মনে পড়ে অবাধে ঘুরে ফেরা আর খেলে বেড়ানো সে সব দিনের কথা। আপনিও বা শৈশব শব্দটি পড়েই স্মৃতির পাতায় হাতড়াতে শুরু করে ফেলেছেন ফেলে আসা সোনালী দিনগুলোতে।
মনে পড়ে শৈশবের সেই লাটিম ঘোরানো, ঘুড়ি ঝাঁপ দাও এবং মাঠ-মাঠে ছোটা ধুলো-মাখা রোদ্দুর, আর কুয়াশাময় রাতে ঝিঁঝিঁর গানের আসর ..



মনেপড়ে, শৈশবের লুকোচুরি, কুতকুত, বউছি, দারিয়াবান্দা, মার্বেল, গোল্লাছুট, কানামাছি ও গুটি খেলার কথা। এখনো খেলতে ইচ্ছা করছে .....

শৈশব ছিল বাঁধাহীন দুরন্তপনার অপুর্ব এক মুহুর্ত। বয়সের ভারে এখন যখন প্রাণ পূর্ণ হয় তখন মনে বড় কষ্ট হয় । তখন মনে হয় আমার প্রিয় সেই শৈশব কথা। বারবার ফিরে যেতে ইচ্ছে করে প্রিয় সেই শৈশবে। কিন্তু যে সময় চলে যায় কালের গর্ভে হারিয়ে যায় যা শত চেষ্টা করেও ফেরত আসে না। তাইতো শৈশবের স্বপ্নটা শুধু স্মৃতিতেই সঞ্চিত থাকে ।
2001

2006

2007

                                 
2008


                               

2008





2013
                                                                             
2012


2014
                             


2016


2017



























                                     


































2018









































Pages