১০ মে ২০১৮ এর প্রলয়কারী ঝড় ও শিলা বৃষ্টিতে আমাদের বাড়ি ও বাগানের দৃশ্য - Jamini Kishore Roy

১০ মে ২০১৮ এর প্রলয়কারী ঝড় ও শিলা বৃষ্টিতে আমাদের বাড়ি ও বাগানের দৃশ্য

Share This

১১ মে,২০১৮ ্ং

আমাদের এলাকায় এর আগে কখনো এত বড় ঝড় হয় নি । এবারের ঝড়ে সব কিছু লন্ডভন্ড হয়ে গেছে । আমাদের বাগানের গাছপালা ভেঙে চুরমার হয়ে গেছে । অনেক ফলন্ত গা্ছ নষ্ট হয়ে গেছে ঝড়ের প্রকোপে । আগে আমাদের বাগানে অনেক গাছপালা ছিল । বিভিন্ন সময় এ ঝড়ের কারণে অনেক গাছ পালা নষ্ট হয়ে গেছে ।



বাগানের বড় আমলকি গাছটা ভেঙে গিয়ে ঘরের উপর পড়েছে । ভাগ্য ভাল পরিবারের কারো কোন ক্ষতি হয় নি । বাগানের সুপারি গাছ,লিচু গাছ ভেঙে গিয়ে সব একাকার হয়ে গেছে । কত বড়  ঝড় হলে গাছের গোড়া সহ উপড়ে পড়তে পারে । এ ঝড়টা এলাকার স্মরন কালের ঝড় । মানুষের ধান,পাট ,অ্ন্যান্য ফসল সব শেষ হয়ে গেছে ঝড়ের কারণে । 
















No comments:

Post a Comment

Pages