Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

১০ মে ২০১৮ এর ঝড়ে ডোমারের চিত্র

ডোমারে শিলা বৃষ্টি ও ঝড়ে ঘড় বাড়ীসহ  ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ডোমারের ১০ টি ইউনিয়নের প্রায় ৩৫০ বসত ঘরের টিনের চাল শিলার আঘাতে ফুটো হয়ে গেছে  ছাড়াক্ষতিগ্রস্থ ইউনিয়ন গুলো হলো,বোড়াগাড়ি, কেতকিবাড়ীগোমনাতীভোগডাবুড়িবামনিয়া  পাঙ্গা 
হঠাৎ ভারী শিলা বৃষ্টির কারনে জেলার উপজেলায় ভুট্রামরিচপেঁয়াচবোরো ক্ষেতসহ অন্যান্য ফসল  বাড়ী ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকের ফসল নষ্ট হওয়াতে মাথায় হাত । আর কয়েক দিন পরেই ফসল ঘরে উঠতো । সেই ফসলকে নিয়ে কৃষকের কত স্বপ্ন ছিল । হঠাৎ করে শিলা বৃষ্টি আর ঝড়ের আঘাতে সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল । গ্রামের বয়স্ক লোকেরা বলাবলি করছে ,এ রকম শিলা বৃষ্টি আর ঝড় জীবনে আর কখনো নাকি তারা দেখেন নি । ঝড়ের তান্ডবে বাগানের গাছ পালা ভেঙে শেষ হয়ে গেছে ।



ধান গাছ মাটির সাথে মিশে গেছে । মরিচ,ভুট্টা,পাট,কচু েএবং অন্যান্য ফসল এর ব্যাপক ক্ষতি হয়েছে । বিদ্যুতের লাইনের সংযোগ বন্ধ হয়ে গেছে । শিলার আঘাতে টিনের চাল ফুটো হয়ে গেছে । কলা গাছের পাতা গুলো ঝাঁঝড়া হয়ে গেছে । গাছের পাতা গুলোকে ফালি ফালি করে দিয়েছে । ফসলকে ঘিরেই কৃষক স্বপ্ন দেখে । সেই ফসলই যদি নষ্ট হয়ে যায়,তবে আর কৃষকের থাকে কি ? এমনিতেই এদেশে কৃষক তার ফসলের 
ন্যায্য মূল্য পায় না ,তার উপরে এত বাবদ হলে কৃষককে পথে গিয়ে দাঁড়াতে হবে । ক্ষতিগ্রস্থ কৃষকের পাশে যদি সরকার এসে না দাঁড়ায় তবে কৃষককে পথে বসতে হবে । সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের উচিত ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো । ডোমারের জনগন চিরকালই বঞ্চিত । আমাদের দেখার মত কেউ নেই । শুধু ভোটের সময় আমাদের কদর । ভোট শেষ তো কদর শেষ । কোন সরকারই আমাদের যথাযথ উন্নয়ন করে নি । তারা শুধু আমাদের ।আশ্বাসই দিয়ে যায় । এবারের দূর্যোগে ক্ষতি গ্রস্থ মানুষের পাশে কি নিয়ে আসছে তা শুধু দেখার অপেক্ষায় ।