Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

জয়‌দেব পুর শিব বা‌ড়ি ও কালী‌ বা‌ড়ি‌তে এক‌দিন


শিব বাড়ি
আমি একটু সময় ও সুযোগ পেলেই বিভিন্ন মন্দিরে ঘুরতে যাই । কখনো বা দল বেঁধে কখনো বা একাকী । বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বা ধর্মীয় স্থানে গেলে মনের মধ্যে প্রশান্তি খুঁজে পাওয়া যায় । একদিকে ধর্মীয় দিকের প্রতি আনুগত্য অন্য দিকে মনের শান্তি দুটোই হয় । গাজীপুরে আসার পর থেকে বিভিন্ন স্থানে কীর্তণ শুনতে গিয়েছি ইতিমধ্যে । কয়েকটা মন্দিরেও যাওয়া হয়েছে । জয়দেব পুরে বেশ কয়েকটা মন্দির রয়েছে । শিব বাড়ি,কালী বাড়ি,লোক নাথ মন্দির,মাধব মন্দির,রাজবাড়ির শ্বশানের মন্দির ইত্যাদি । যেগুলোর নাম বললাম এগুলোতে আমি ইতিমধ্যে গিয়েছি । এছাড়াও হয়তো জয়দেবপুরে মন্দির রয়েছে যেগুলোর কথা আমার জানা নেই । মন্দিরে গেলে মন পবিত্র হয় । মনের মধ্যে প্রশান্তি আসে । জয়দেব পুর শিব বাড়িতে ও কালীতে প্রতিদিন অনেক লোকের সমাগম হয় । বিশেষ করে শুক্রবারে সব চেয়ে বেশি লোকের সমাগম ঘটে ।




আমি,মানিকদা আর সুবাসটা মিলে জয়দেব পুরে গেলাম। এক সময় আমরা তিন জনেই রুমমেট ছিলাম । দুই তিন বছর িএক সাথে ছিলাম আমরা । পরে আমি আর মানিকদা যখন শ্রীপুরে চলে এলাম ,তখন সুবাসদা বাসন সড়কেই থেকে গেল । আজ তিন রুমমেট মিলে বেশ কয়েক মাস পরে এক সাথে হলাম। শিব বাাড়ি মন্দিরের নাট মন্দিরে বসে অনেক সময় ধরে আড্ডা দিলাম । কত দিনের কত স্মৃতি কথা স্মরণ করে আবেগে আপ্লুত হলাম । তারপর কালী বাড়িতে গেলাম । সেখানেও অনেক সময় অতিবাহিত করলাম । মন্দিরে বসে বসেই সাড়াটি বিকেল পার হয়ে গেল । মন্দিরের বিগ্রহ দেখে মনটা জুড়িয়ে গেল । বাসন সড়কে থাকতে প্রায় প্রতি শুক্রবারে জয়দেব পুরে আসা হত । শ্রীপুরে যাওয়ার পর থেকে আগের মত আর আসা হয় না । যেখানে থাকি ওকান থেকে জয়দেব পুরের দূরত্ব প্রায় ত্রিশ কিলোমিটার । এত দূর থেকে তো আর সহজেই আসা যায় না । 
তারপরেও যখনেই একটু সময় ও সুযোগ পাই ,জয়দেব পুরে চলে আসি । শ্রীপুরের যেখানে থাকি ওখানে সে রকম মন্দির কোথাও নেই । মাওনা বাজারে একটা মন্দির রয়েছে । সেখানে শীতের সময় এক নাম কীর্তণ আর সরস্বতীপূজা হয় । আশে পাশে আর তো কোন মন্দির এখন পর্যন্ত আমার চোখে পড়ে নি ।আশে পাশে তেমন হিন্দু পরিবারেও নেই । তাই মাওনাতে যাওয়ার মত কোন মন্দির খুঁজে পাই না ।আজ শিব বাড়িতে ও কালী বাড়িতে এসে খুবই ভাল লাগলো । খুবই একটা ভাল সময় কাটলো । আমাদের উচিত সময় সুযোগ করে বিভিন্ন মন্দির,মঠ ও ধর্মীয় স্থান গুলো দর্শন করতে যাওয়া । 





















কালী বাড়ি














Post a Comment

0 Comments