Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Cloudy Sky

Sreepur,Gazipur
মেঘাচ্ছন্ন আকাশ মনকে মেঘাচ্ছন্ন করে দেয় ।মেঘাচ্ছন্ন মন বিষাদে ভরে যায় । মেঘের আনাগোনা দেখলে কখনো কখনো মন আকূল হয়ে ওঠে । মনে হয়  এই বুঝি প্রকৃতি আঘাত হানলো প্রকৃতির বুকে । আকাশ যখন মেঘ মুক্ত থাকে ,তখন মনে আনন্দ বিরাজ করে । মেঘাচ্ছন্ন আকাশ আমাদের কাছে অশুভ মনে হয় । মেঘাচ্ছন্ন আকাশ প্রাকৃতিক দূর্যোগ নিয়ে আসে ।
আকাশে মেঘের ঘনঘটা দেখলে কৃষকের মন বিষাদে ভরে যায় । কখনো কখনো মেঘাচ্ছন্ন আকাশ সবার জন্য শান্তি বয়ে নিয়ে আসে ।  বর্ষা কালে যখন বৃষ্টির দরকার হয় ।অনেক সময় বৃষ্টি হবে হবে করেও বৃষ্টি আর হয় না । খরার কারণে ফসলের ক্ষতি হয় । ভ্যাপসা গরমে জন জীবন অতিষ্ঠ হয়ে ওঠে । মাঠ ঘাট শুকিয়ে যায় । সব খানেই জলের জন্য হাহাকার শোনা যায় । জলের জন্য গ্রামের মানুষ নানা রকম লৌকিক আচার পালন করে । কোথাও কোথাও জলের জন্য প্রার্থনা করে।কোথাও আবার ব্যঙের বিয়ে দেয় ।



এত কিছুর পর ‍যদি আকাশে মেঘ দেখা দেয় ,তখন সবার মনে আনন্দ দেখা দেয় । তখন মেঘাচ্ছন্ন আকাশ দেখে মানুষ স্বস্তির নি:শ্বাস ফেলে । মানুষ আশায় বুক বাঁধে এইবার বৃষ্টি হবে বুঝি । মেঘাচ্ছন্ন আকাশে যদি সাদা বক উড়ে তখন কি যে দৃশ্যের অবতারনা হয় ,যে দেখে নি ,তাকে বলে বোঝানো সম্ভব নয় । মেঘ কারো হয়ে আসে,গাছপালা সব স্থির । বাতাসের গতিও যেন কমে গেছে । চারিদিকে কেমন থমথমে যেন একটা পরিবেশ । আকাশ মেঘাচ্ছন্ন দেখলে গ্রামের মানূষ গরু ছাগল গোয়ালে নিয়ে আসে । না জানি কখন আবার ঝড়ো হাওয়া বইতে শুরু করে । আকাশে মেঘ দেখলে পথিক নিরাপথ আশ্রয়ে ছুটে  চলে । আমি মেঘাচ্ছন্ন আকাশে মেঘ দেখলে ঘরের বাইরে বেড়িয়ে পড়ি । আকাশে নানা রঙের মেঘের ছুটে চলা দেখি ।                                   
              মেঘাচ্ছন্ন আকাশ অদ্ভুত একটা দৃশ্যের অবতারণা করে । আমি মেঘের ছবি তুলতে চাই ,তাই বিভিন্ন ভাবে ছবি তুলে রাখি । মেঘলা আকাশের দৃশ্য উপভোগ করার জন্য ঘরে বসে থাকলে চলবে না । বেড়িয়ে পড়তে হবে ঘরের বাইরে । জীবনটাকে নতুন ভাবে উপভোগ করা শিখতে হবে ।                           























                                                       







Post a Comment

0 Comments