আপনি যদি কখনো গ্রাম বাংলায় যান তবে অনেক কৃষকের বাড়ীর আঙিনায় এরকম সুন্দর হলুদ রঙের ঝিঙ্গে ফুল গুলো দেখতে পাবেন।যা দেখতে খুব সুন্দর ও মনোহর। খুবই ভাল লাগে ফুলটি দেখতে ।
ফুলের উপর প্রজাপতির খেলা কি দারুন লাগে দেখতে । ঝিঙে ফুল নিয়ে অনেক কবি অনেক কবিতা লিখেছেন । আমাদের গ্রামের বাড়িতে প্রতি বছর ঝিঙে চাষ করি । ঝিঙে খেতেও দারুন ,তার হলুদ রঙের ফুলটিও দেখতে অনেক সুন্দর । এসব দৃশ্য গুলো অনেকেই ভাল মত কখনো উপভোগ করে নি । এ সব দৃশ্য উপভোগ করার জন্য সেই দৃষ্টির প্রয়োজন । সবার সেই দৃষ্টি থাকে না । দৃশ্য পট গুলো হয়তো সাধারণ কিন্তু এর মূল্য অনেক । সাধারণ চক্ষু দিয়ে তা কখনো অনুধাবন করা যায় না । ছবি তুলতে আমার খুবই ভাল লাগে । সময় ও সুযোগ পেলেই ছবি তুলি । ছবি তোলার মাঝে অন্য রকম একটা আনন্দ খুঁজে পাই । গোধূলি বেলা,শরতের সকাল ,ধান ক্ষেত,পাটখড়ি,মেঘ মালা,মেঘাচ্ছন্ন আকাশ ,যা চোখে পড়ে সব কিছুই ধরে রাখার চেষ্ঠা করি । শখের বশেই ফটোগ্রাফী করি । কিছু ভাল লাগার জিনিস স্মরণীয় করে রাখতে চাই ।
গোধূলি বেলার মেঘ মনকে দুর অজানায় নিয়ে যায় । মেঘের মত মন হারাতে চায় দূরে আরো দুরে । এমন সময় প্রশান্তিতে মন ভরে যায় । সারা দিনের ক্লান্তি শেষে পাওয়া যায় স্বর্গীয় অনুভূতি । ক্লান্ত পথিক ঘরে ফিরে আসে । পাখির ঝাঁক নীড়ে ফিরে আসে । রাখাল চলে গরুর পাল নিয়ে । চারিদিকে যেন শান্তি শান্তি ভাব বিরাজ করে । দিনের ক্লান্তি নিমিষে দূর হয়ে যায় । মানুষ ছুটে চলে আপন ঘরের পানে ।
গোধূলি বেলার মেঘ মনকে দুর অজানায় নিয়ে যায় । মেঘের মত মন হারাতে চায় দূরে আরো দুরে । এমন সময় প্রশান্তিতে মন ভরে যায় । সারা দিনের ক্লান্তি শেষে পাওয়া যায় স্বর্গীয় অনুভূতি । ক্লান্ত পথিক ঘরে ফিরে আসে । পাখির ঝাঁক নীড়ে ফিরে আসে । রাখাল চলে গরুর পাল নিয়ে । চারিদিকে যেন শান্তি শান্তি ভাব বিরাজ করে । দিনের ক্লান্তি নিমিষে দূর হয়ে যায় । মানুষ ছুটে চলে আপন ঘরের পানে ।
0 Comments