সহকর্মী সৌমিত্র দা লুজিন ফ্যাশন লিঃ ছেড়ে পলমল গ্রুপে জয়েন করতে যাচ্ছেন । তার বিদায়ী দিনে অফিসের স্টাফদের সাথে কিছু মুহূর্ত । বা থেকে জাহাঙ্গীর ভাই, আমি,বিদ্যুৎ দা,সৌমিত্র দা, কবিতা দি ,সুকন্ঠ কর্ম
কার, নাসির ভাই এবং অন্য একটি ছবিতে পারভেজ ।
তাং ১৫/১০/২০১৮ ইং
সৌমিত্রদার সাথে কয়েক বছরের পরিচয় । এক সাথে কয়েক বছর জব করেছি । আজ সে ভাল একটা জবের অফার পেয়েছে তাই আমাদের ছেড়ে চলে যাচ্ছে । শুধু পিছনে পড়ে রবে কিছু দিনের কিছূ স্মৃতি । সবাই ভাল কিছু করুক,ভাল থাকুক এটাই চাই সব সময় । যে কয়েক দিন বেঁচে থাকব ,সে কয়েকটা দিন যেন বাঁচার মত বাঁচতে পাড়ি এটাই হোক সবার কাম্য ।
আমাদের কোম্পানীতে সেভাবে সম্বর্ধনা দেওয়ার কোন রীতি আমি দেখি নি । আর কখনো হবে কিনা জানি না । সে রকম সুযোগ সুবিধা আমাদের নেই বললেই চলে । কে কেমন থাকলো ,কে কি করলো সেটা দেখার মত কেউ নেই এ প্রতিষ্ঠানে । এখানে চামচাদের বড়ই কদর । যারা চামচামী করতে পারে,মুখে খৈ ফুটে তাদের কদর এখানে সব চেয়ে বেশি । এখানে শ্রম ও দক্ষতার মূল্যায়ন নেই বললেই চলে । তাই যারাই ভাল সুযোগ পাচ্ছেন তারাই চলে যাচ্ছেন । সৌমিত্রদা একজন ভাল ও দক্ষ অফিসার ছিলেন ,কিন্তু তার কদর কেউ বুঝে নি । তাই বাধ্য হয়েই তিনি জব ছাড়লেন । তাদের জি.এম শুধু তাদের আশ্বাসই দিয়ে যায় ,কাজের কাজ কিছু হয় নি ।
অফিসিয়াল ভাবে যেহেতু কোন কিছু নেই ,তাই আমরাই শেষ দিনে সৌমিত্রদাকে বিদায় জানালাম সামান্য কিছু অনুষ্ঠানের মাধ্যমে । বেতন কম হোক ,অফিসের নিয়ম কানুন দেখেও মানুষ একটা প্রতিষ্ঠানে বছরের পর বছর কাটিয়ে দেয় । কিন্তু আমি যে প্রতিষ্ঠানে রয়েছি ,এখানে মানুষ এক প্রকার নিরুপায় হয়েই রয়ে যায় । কিন্তু যারাই একটু সুযোগ পাচ্ছে ,তারা জব ছাড়তে বিন্দু মাত্র দেরি করছে না । যে যেখানে ভাল পাবে ,তারা সেখানেই যাক ,সবাই ভাল করুক । আজ সৌমিত্রদাকে বিদায় দেওয়ার শেষ মুহূর্তে কিছু ছবি তোলা হল । এ ছবি গুলো কিছু দিন চলার পথে পাথেয় হিসেবে থাকবে । যাবার বেলা আজ একটা কথাই বলব ,যেখানে থাকবেন,ভাল থাকবেন সৌমিত্র দা ।

















