Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Rose Garden

আমাদের বাসার কাছেই একটা গোলাপ বাগান রয়েছে সেটা আগে জানতাম না । বাগান না বলে গোলাপ ক্ষেত বললেই মনে হয় বেশি উপযুক্ত হয় । এখানে গোলাপ চাষ করে বিক্রি করা হয় এজন্যই ক্ষেত শব্দটি বলরাম । এক দিন বিকেলে লিটন ভাই,মানিকদা সহ বের হলাম ঘুরতে । ঘুরতে ঘুরতে সেই গোলাপ ক্ষেতে গিয়ে প্রবেশ করলাম । চারিদিকে নানা জাতের গোলাপ দেখে মন ভরে গেল । শুনলাম,ক্ষেতের মালিক গোলাপ বিক্রি করে নাকি অনেক টাকা ইনকাম করেন । বর্তমান বাজারে গোলাপের প্রচুর চাহিদা রয়েছে । বিশেষ বিশেষ দিন গুলোতে গোলাপের দাম হয় আকাশচুম্বি । সে দিন এক একটা গোলাপ নাকি একশ দুইশ টাকাও বিক্রি হয় । দিন দিন দেশে গোলাপের চাহিদা বাড়ছে । যে কেউ গোলাপের চাষ করে প্রচুর টাকা ইনকাম করতে পারেন ।


 

আমরা ঘুরে ঘুরে গোলাপ চাষ পদ্ধতি দেখলাম । এর আগে কখনো এত বড় গোলাপ বাগানে যাই নি । আজই প্রথম ভাল ভাবে গোলাপ বাগান বা ক্ষেতে আসলাম । আমরা অনেক সময় গোলাপ বাগানে কাটালাম ।কিছু ছবিও তুললাম । ছবি তোলা একটা শখে গিয়ে দাঁড়িয়েছে । কোন কিছু দেখলেই শুধু
ছবি তুলতে ইচ্ছে করে ,যদিও ভাল মোবাইল বা  ক্যামেরা কোনটাই আমার নেই । তাই বলে তো শখ থেমে থাকে না । যা আছে সেটা দিয়েই চলছে ক্লিক ক্লিক । আজ একটা নতুন অভিজ্ঞতা হল । সাড়াটা বিকেল বেশ ভালই কাটলো আজ । যারা কৃষিকে পেশা হিসেবে নিতে চান,তাদের উদ্দেশ্যে বলতে চাই,আপনারা গোলাপ চাষ করে দেখতে পারেন । কেন গোলাপ চাষ করে অনেকেই অনেক কিছু করতে পেরেছেন ,এক নতুন সম্ভবনার দিগন্ত উন্মোচন হয়েছে । শুধুমাত্র ধান,পাট চাষ না করে ফুলের চাষ করে অনেক ইনকাম করা সম্ভব । 




































Post a Comment

0 Comments