Visit Rajendrapur - Jamini Kishore Roy

Visit Rajendrapur

Share This

Rajendrapur Railway Station, Gazipur.


আমি,লিটন ভাই আর জহির ভাই মিলে রাজেন্দ্রপুরে বেড়াতে গেলাম। সেখানে সেনানীবাস রয়েছে ।খুবই সুন্দর জায়গাটি । প্রতিটটি জিনিসের দাম হাতের নাগালেই । কোন দোকানদার ভেজাল জিনিস বিক্রি করতে পারে না । কেউ ভেজাল জিনিস বিক্রি করলে তার রক্ষা নেই । পাশের রয়েছে রেল স্টেশন বাজার বা রাজেন্দ্রপুর পুরাতন বাজার । আমরা সেখানেও ঘুরতে গেলাম । বেশ ভালই লাগল বাজারটি । রেল স্টেশনে আমি গেলাম । প্লার্ট ফরমে বসে অনেকক্ষণ সময় কাটালাম ।  রাজেন্দ্রপুর রেল স্টেশনটি বেশি বড় নয় । খুবই সাধারণ একটি স্টেশন । লোকাল কিছু ট্রেইন এখানে থামে । স্টেশনে বেশি যাত্রীকে দেখতে পেলাম না । অল্প কিছু সংখ্যক লোককে দেখলাম এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে । আমি ট্রেনের টাইম লিস্টটা দেখলাম ।


বেশির ভাগই লোকাল ট্রেন । স্টেশন বরাবরই আমাকে টানে । স্টেশনে লোকের আনাগোনা আমার খুবই ভাল লাগে । কেউ দূর হতে গন্তব্যে আসে ,আর কেউ দূর গন্তব্যের টানে ছুটে যায় । মানুষের এ ছুটাছুটি আমার খুবই ভাল লাগে । স্টেশনে মানুষের কর্ম চঞ্চল্যতা প্রকাশ পায় । এখানে এলে মানুষের মধ্যে একটা অন্য রকম অনুভূতি প্রকাশ পায় । তাই রেল স্টেশন আমাকে খুবই টানে । ছোট বেলাকার কথা মনে পড়ে যাচ্ছে । যখন মির্জাগঞ্জে ছিলাম,তখন অনেক সময় কাজের জন্য রেল স্টেশনে যাওয়া লাগতো । আমি স্টেশনে বসে বসে মানুষের আনাগোনা দেখতাম । 
আজ যখন রাজেন্দ্রপুরে এলাম ,আমি যেন সেই পুরনো দিনে ফিরে গেলাম । বসে বসে হারানো দিনের অনেক কথা ভাবলাম । সে সব দিন আজ শুধুই স্মৃতি । তবুও মনের ক্যানভাসে বার বার ভেসে ওঠে হারিয়ে যাওয়া দিনের ছবি । মন বার বার  ফিরে যেতে যায় সেই সব দিনে । রাজেন্দ্রপুর রেল স্টেশনে বসে অতিত স্মৃতি রোমন্থন করলাম  । নিজেকে আবিস্কার করলাম, আজ আমি শেখর হতে অনেক দুরে । বিকেলের কয়েকটি ঘন্টা বেশ ভালই কাটলো । সবাই মিলে সুন্দর একটা বিকেল পার করলাম । নতুন জায়গায় বেড়াতে যাওয়াটাই একটা রোমাঞ্চকর ঘটনা ,আর যদি সেটা হয় কোন বিশেষ জায়গা তাহলে তো কোন কথাই নেই । অনেক ঘোরাঘুরি করে আমরা বাসার দিকে রওনা দিলাম । পিছনে পড়ে রইলো রাজেন্দ্রপুর রেল স্টেশন । 


















No comments:

Post a Comment

Pages