Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

বৃ‌ষ্টিময় ভাদ্র

ভাদ্র মাস । শরৎকাল শুরু হ‌য়ে  গে‌ছে । আজ শুক্রবার বার । বাসায় র‌য়ে‌ছি একা । ব‌বিতা র‌য়ে‌ছে বা‌ড়ি‌তে । আজ থে‌কে থে‌কে বৃ‌ষ্টি পড়‌ছে । ভা‌দ্র মা‌সের বৃ‌ষ্টি । শরৎকা‌লের বৃ‌ষ্টি ।  য‌দিও শ্রীপু‌রে থে‌কে কর্ম ব্যস্ত জীব‌নে অ‌নেক কিছুই  উপল‌ব্ধি করা যায় । কিন্তু  এরকম সময় গু‌লো পে‌লে আ‌মি উপ‌ভোগ করার চেষ্ঠা ক‌রি । ক‌বিতা এখন না লিখ‌লেও ক‌বি মনটা তো র‌য়ে গে‌ছে । 

 এক সময় গ্রা‌মে থাক‌তে সময় গু‌লো‌কে  অন্যরকম ভা‌বে উপ‌ভোগ করতাম । ষড়  ঋতু‌ কে  মন প্রাণ  দি‌য়ে  পর্য‌বেক্ষণ করতাম ।  গ্রা‌মে  বোঝা যায় কখন কোন মাস,‌কোন  ঋতু আ‌সে বা যায় । সেখানকার প্রকৃ‌তি ই  ব‌লে দেয় তা‌দের বৈ‌শিষ্ট্য ।  য‌দিও আ‌গের মত সব কিছু নেই  । সম‌য়ের  সা‌থে  সা‌থে  অ‌নেক  কিছু  বদ‌লে  গে‌ছে ।  তারপ‌রেও  অ‌নেক কিছুই  এখ‌নো  র‌য়ে  গে‌ছে  । 

‌ছোট বেলায় ভাদ্র মা‌সে যখন টানা ক‌য়েক দিন বৃ‌ষ্টি  পড়‌তো, আমরা ধান ক্ষে‌তের আই‌লে জাল পাততাম । হেঙ্গা,ধরকা ,‌টেপাই  আরও  ক‌য়েক রক‌মের  বাঁ‌শের   সরঞ্জাম  দি‌য়ে  ম‌াছ  ধরতাম । ক‌চি সবুজ  ধা‌নের  পাতায়  বৃ‌ষ্টি প‌ড়ে  ম‌নোমুগ্ধকর  দৃশ্য  সৃ‌ষ্টি  কর‌তো । 

নানা রক‌মের দেশীয়  মাছ প্রচুর  প‌রিমা‌ণে  ধরা পড়‌তো । সকাল,দুপুর,সন্ধ্যা  তিন  বেলায়  খেতাম  মা‌ছের নানা  রকম  পদ ।  এমন ভা‌দ্র মা‌সের  বৃ‌ষ্টি‌মুখর  দিন  গু‌লো‌তে  ছেঁকা,‌পেলকা,‌ফোকতই   না‌মে  আঞ্চ‌লিক  খাবার  খেতাম  খুব । 

দার‌কি‌নি,পুঁ‌টি ,‌ মৌরালা ম‌াছ  রো‌দে  শুকি‌য়ে  রাখা  হ‌তো ,‌সিদল  তৈ‌রি  করার  জন্য । 
আমার  ঠাকুর দাদা  চাউল  ভাজা ক‌রে  মাছ ভাজার  সা‌থে  খে‌তো  খুব । 
মা‌ছের ভাজা,মা‌ছের  টক,ভুনা কত  রক‌মের  যে  খাবার  আমরা  খেতাম  । ‌সেই  সব দিন আজ শুধুই  স্মৃ‌তি । 

ভাদ্র মাস শরৎ কাল হ‌লেও বর্ষার  রেশ থে‌কেই  যায় । মা‌ঝে  মা‌ঝে  প্রচন্ড গরম প‌ড়ে । একে ব‌লে তাল পাকা গরম । ভাদ্র মা‌সে আমা‌দের এলাকায়  তা‌লের পিঠা খাওয়ার ধুম প‌ড়ে যেত । বৃ‌ষ্টির দি‌নে তাল পিঠা খাওয়ার মজাটাই অন্য রকম । 

চা‌রিদি‌কে  ক‌চি ক‌চি সবুজ ধান । ধান ক্ষে‌তে  বাতাস লে‌গে অপূর্ব   দৃ‌শ্যের  সৃ‌ষ্টি  ক‌রে । ভাদ্র মা‌সে যখন  প্রচন্ড  বৃ‌ষ্টি  হয় ,তখন ধান ক্ষেত জ‌লে  থৈ  থৈ  ক‌রে ।  ভাদ্র মা‌সে  ধান ক্ষে‌তে  বৃষ্টির  দৃশ্য সে এক দারুন উপ‌ভোগ্য ব্যাপার । 

  আজও  বৃ‌ষ্টি  পড়‌ছে । আজও ভাদ্র মাস । কিন্তু  সেই  আ‌গেকার  সেই  ভাদ্র মা‌সের  বৃ‌ষ্টিময়  দিন গু‌লোর কা‌ছে  আজ‌কের বৃ‌ষ্টিময়  ভাদ্র যেন আমার কা‌ছে  কিছুই  না । মন প‌ড়ে থাকে  ছোট বেলার সেই  বৃ‌ষ্টিময়  ভা‌দ্রের দিন গু‌লো‌তে । 

সম‌য়ের ব্যবধা‌নে  আমরা দু‌রে স‌রে  যাই  ।  ছোট বেলার  খেলার  সাথীরা কে কোথায়  আ‌ছে  জা‌নি না । শুধু  স্মৃ‌তি গু‌লো র‌য়ে গে‌ছে  হৃদ‌য়ে । দিন দিন মানুষ কর্মব্যস্ত  হ‌য়ে পড়‌ছে । পিছ‌নে ফি‌রে তাকাবার সময় নেই  । 

আজ বৃ‌ষ্টি পড়‌ছে । বৃ‌ষ্টিময় ভাদ্র । আ‌মি জানালা দি‌য়ে  বাই‌রে তা‌কি‌য়ে  বৃ‌ষ্টি  পড়ার দৃশ্য দেখ‌ছি  । মন চ‌লে গে‌ছে  অন্য কোথা ,অ‌নেক দূ‌রে । চো‌খে  ভাস‌ছে  অতী‌তের স্মৃ‌তি কথা । ‌মন হা‌রি‌য়ে গে‌ছে অন্য এক জগ‌তে । সেই  জগ‌তে আ‌মি  একা বড় একা । 

আজ এই  বৃ‌ষ্টিময় ভাদ্র মা‌সে আ‌মি যেন ব‌ন্দিময় জীবন যাপন কর‌ছি ।  ই‌চ্ছে কর‌লেও কোথাও নি‌জের মত ক‌রে সময় কাটা‌তে পার‌ছি না । আজ অ‌ফিস ব‌ন্ধের দিন হওয়ায় একটু নি‌জে‌কে নি‌জের মত ক‌রে ভাব‌তে পার‌ছি । অন্য দিন হ‌লে সেটা কর‌তে পারতাম না । 

ব্যস্তময় শহু‌রে জীব‌নে প্রকৃ‌তির রূপ দেখার সৌভাগ্য কজ‌নেরই  বা কপা‌লে  জো‌টে ।  শহু‌রে জীব‌নে প্রকৃ‌তির রূপ উপ‌ভোগ করার সময় কথায় । যা‌দের একটু ক‌বি মন আ‌ছে ,জীবন‌কে প্রকৃ‌তির সা‌থে বেঁ‌ধে রাখ‌তে চায় ,তারাই  হয়‌তো একটু চেষ্ঠা ক‌রে ইট পাথ‌রের দুনিয়া থে‌কে মু‌ক্তি নি‌য়ে প্রকৃ‌তি‌কে উপ‌ভোগ কর‌তে । বা‌কি যারা আ‌ছে ,তারা সেই  স্বাদ থে‌কে  ব‌ঞ্চিত । 

আজ বৃ‌ষ্টিময় ভা‌দ্রের এই  অল্প সম‌য়ে  আমার অ‌তিত জীব‌নের অ‌নেক কথাই  স্মরণ করলাম । খুবই  ভাল লাগ‌লো । বার বার ফি‌রে আসুক বৃ‌ষ্টিময় ভা‌দ্রের দিন । 

Post a Comment

0 Comments