এক সময় গ্রামে থাকতে সময় গুলোকে অন্যরকম ভাবে উপভোগ করতাম । ষড় ঋতু কে মন প্রাণ দিয়ে পর্যবেক্ষণ করতাম । গ্রামে বোঝা যায় কখন কোন মাস,কোন ঋতু আসে বা যায় । সেখানকার প্রকৃতি ই বলে দেয় তাদের বৈশিষ্ট্য । যদিও আগের মত সব কিছু নেই । সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে গেছে । তারপরেও অনেক কিছুই এখনো রয়ে গেছে ।
ছোট বেলায় ভাদ্র মাসে যখন টানা কয়েক দিন বৃষ্টি পড়তো, আমরা ধান ক্ষেতের আইলে জাল পাততাম । হেঙ্গা,ধরকা ,টেপাই আরও কয়েক রকমের বাঁশের সরঞ্জাম দিয়ে মাছ ধরতাম । কচি সবুজ ধানের পাতায় বৃষ্টি পড়ে মনোমুগ্ধকর দৃশ্য সৃষ্টি করতো ।
নানা রকমের দেশীয় মাছ প্রচুর পরিমাণে ধরা পড়তো । সকাল,দুপুর,সন্ধ্যা তিন বেলায় খেতাম মাছের নানা রকম পদ । এমন ভাদ্র মাসের বৃষ্টিমুখর দিন গুলোতে ছেঁকা,পেলকা,ফোকতই নামে আঞ্চলিক খাবার খেতাম খুব ।
দারকিনি,পুঁটি , মৌরালা মাছ রোদে শুকিয়ে রাখা হতো ,সিদল তৈরি করার জন্য ।
আমার ঠাকুর দাদা চাউল ভাজা করে মাছ ভাজার সাথে খেতো খুব ।
মাছের ভাজা,মাছের টক,ভুনা কত রকমের যে খাবার আমরা খেতাম । সেই সব দিন আজ শুধুই স্মৃতি ।
ভাদ্র মাস শরৎ কাল হলেও বর্ষার রেশ থেকেই যায় । মাঝে মাঝে প্রচন্ড গরম পড়ে । একে বলে তাল পাকা গরম । ভাদ্র মাসে আমাদের এলাকায় তালের পিঠা খাওয়ার ধুম পড়ে যেত । বৃষ্টির দিনে তাল পিঠা খাওয়ার মজাটাই অন্য রকম ।
চারিদিকে কচি কচি সবুজ ধান । ধান ক্ষেতে বাতাস লেগে অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে । ভাদ্র মাসে যখন প্রচন্ড বৃষ্টি হয় ,তখন ধান ক্ষেত জলে থৈ থৈ করে । ভাদ্র মাসে ধান ক্ষেতে বৃষ্টির দৃশ্য সে এক দারুন উপভোগ্য ব্যাপার ।
আজও বৃষ্টি পড়ছে । আজও ভাদ্র মাস । কিন্তু সেই আগেকার সেই ভাদ্র মাসের বৃষ্টিময় দিন গুলোর কাছে আজকের বৃষ্টিময় ভাদ্র যেন আমার কাছে কিছুই না । মন পড়ে থাকে ছোট বেলার সেই বৃষ্টিময় ভাদ্রের দিন গুলোতে ।
সময়ের ব্যবধানে আমরা দুরে সরে যাই । ছোট বেলার খেলার সাথীরা কে কোথায় আছে জানি না । শুধু স্মৃতি গুলো রয়ে গেছে হৃদয়ে । দিন দিন মানুষ কর্মব্যস্ত হয়ে পড়ছে । পিছনে ফিরে তাকাবার সময় নেই ।
আজ বৃষ্টি পড়ছে । বৃষ্টিময় ভাদ্র । আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে বৃষ্টি পড়ার দৃশ্য দেখছি । মন চলে গেছে অন্য কোথা ,অনেক দূরে । চোখে ভাসছে অতীতের স্মৃতি কথা । মন হারিয়ে গেছে অন্য এক জগতে । সেই জগতে আমি একা বড় একা ।
আজ এই বৃষ্টিময় ভাদ্র মাসে আমি যেন বন্দিময় জীবন যাপন করছি । ইচ্ছে করলেও কোথাও নিজের মত করে সময় কাটাতে পারছি না । আজ অফিস বন্ধের দিন হওয়ায় একটু নিজেকে নিজের মত করে ভাবতে পারছি । অন্য দিন হলে সেটা করতে পারতাম না ।
ব্যস্তময় শহুরে জীবনে প্রকৃতির রূপ দেখার সৌভাগ্য কজনেরই বা কপালে জোটে । শহুরে জীবনে প্রকৃতির রূপ উপভোগ করার সময় কথায় । যাদের একটু কবি মন আছে ,জীবনকে প্রকৃতির সাথে বেঁধে রাখতে চায় ,তারাই হয়তো একটু চেষ্ঠা করে ইট পাথরের দুনিয়া থেকে মুক্তি নিয়ে প্রকৃতিকে উপভোগ করতে । বাকি যারা আছে ,তারা সেই স্বাদ থেকে বঞ্চিত ।
আজ বৃষ্টিময় ভাদ্রের এই অল্প সময়ে আমার অতিত জীবনের অনেক কথাই স্মরণ করলাম । খুবই ভাল লাগলো । বার বার ফিরে আসুক বৃষ্টিময় ভাদ্রের দিন ।
0 Comments