শহুররে জীবনে কখন আসে আষাঢ় ,কখন আসে ভাদ্র সে ভাবে বুঝতে পারি না । ভাদ্র মাসের দৃশ্য পট আমার চোখে মাঝে মধ্যে ভেসে উঠে । ছোট বেলায় কত ভাবে যে উপভোগ করতাম দিন গুলোকে ,তা বলে বোঝাতে পারব না ।
আজ ছোট বেলার সেই সেব দিন শুধুই স্মৃতি । সময়ের স্রোতে আমরা শুধুই সামনের দিকে ছুটে চলছি ,পিছনে ফিরে তাকাবার সময় কারো নেই । এভাবেই এক দিন সব শেষ হয়ে যাবে ।
দুই তিন দিনের ছুটি নিয়ে শ্রীপুর থেকে বাড়িতে আসলাম । মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে । কচি সবুজ ধানে চারিদিক ভরে গেছে । পানাপুকুরে কচুরি পানায় ভরে গেছে । চারি দিকে শুধু সবুজ আর সবুজ । হালকা সবুজ প্রকৃতি আমার চোখ কে এক অবর্ণনীয় আরাম দিচ্ছে ।
অফিসে সারাদিন কম্পিউটার মনিটরের দিকে তাকিয়ে থাকতে হয় । আজ সবুজ প্রকৃতিতে এসে চোখ দুটো যেন খুঁজে পেয়েছে আসল পরিবেশ,আসল ঠিকানা ।
পুকুরে ছিপ দিয়ে মাছ ধরলাম । মাছ ধরার মজাটাই অন্য রকম । যে কখনো জাল বা ছিপ দিয়ে মাছ ধরে নি ,সে এসবের আনন্দ উপভোগ যে কি রকম তা বুঝতে পারবে না ।
ছোট বেলায় কত মাছ ধরেছি , তা আজ স্মৃতি ছাড়া কিছু নয় ।
এখনো বাড়িতে এসে একটু সময় পেলেই ছিপ নিয়ে পুকুর ঘাটে বসে যাই ।
বাড়িতে এসে এবার তেমন কোথাও যেতে পারি নি । থেকে থেকে বৃষ্টি ঝরছে । আমাদের বাড়ি একদম মফস্বল গ্রামে । বাড়ির পাশের রাস্তা ঘাট কাঁদায় ভরে গেছে । বেশি বৃষ্টি হলে রাস্তা কাঁদায় ভরে যায় । আমাদের বাড়ির পশ্চিম পাশে আগে যাতায়াতের জন্য একটা আইল ছিল । ছোট নদীটাতে ছিল বাঁশের সাঁকো । সময়ের ব্যবধানে আইলটা ছোট রাস্তায় রুপান্তরিত হয়েছে । বাঁশের সাঁকোর পরিবর্তে একটা ব্রীজ হয়েছে ।
ভাদ্র মাসে যখন খুব বৃষ্টি হতো ,ধানের নিচু জমি গুলো জলের নিচে তলিয়ে যেত । তখন আমরা জাল বা মাছ ধরার বিভিন্ন উপকরণ দিয়ে মাছ ধরতাম । কত রকম যে দেশীয় মাছ ছিল বলে বোঝাতে পারব না । আজকাল জমিতে প্রচুর পরিমাণে সার আর কীটনাশক দেওয়ার ফলে দেশীয় জাতের মাছের পরিমাণ নেই বললেই চলে ।
সকাল বেলা আমি ছাতা মাথায় দিয়ে হেঁটে হেঁটে ব্রীজটার কাছে গেলাম । চারিদিকে চেয়ে চেয়ে দেখছি গ্রামের প্রকৃতি । ছোট বেলার দৃশ্যপট চোখের সামনে ভেসে ভেসে উঠছে । আহা! কত মধুর ছিল সেই সোনালী দিন গুলি । মনের মধ্যে একটা গোপন বেদনা গুমরে গুমরে যেন কেঁদে উঠলো ।
একটু অদূরেই এক জনকে দেখলাম মাছ ধরার যন্ত্র দিয়ে মাছ ধরছে । এমন বৃষ্টিময় ভাদ্র মাসে আগে কত যে মাছ ধরতাম ,তার হিসেব নেই । সেই ছেলেটিকে মাছ ধরতে দেখে আমি যেন অতিতের দিন গুলোতে হারিয়ে গেলাম ।
দুরে তাকিয়ে দেখি দুই এক জন ধান ক্ষেতের আইল দিয়ে চলাফেরা করছে । মনে হচ্ছে মাছ ধরার জন্য হয়তো তারাও ঘোরাফেরা করছে ।
ব্রীজে একাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কি যে ভাবছি তার হিসেব নেই । এমন বৃষ্টিময় ভাদ্র মাসে ছোট বেলায় কত কিযে করতাম । সময়ের সাথে সাথে আমি যেন দুরে চলে গেছি । ছোট বেলার সাথীরা আজ কে যে কোথায় ,অনেকের খবরই জানি না ।
কেউ কেউ ভারতে চলে গেছে । কেউ নিজের সংসার নিয়ে ব্যস্ত । যে যার ভূবনে ব্যস্ত রয়েছে । আমি শুধু সেই সব দিনের কথা ভেবেই চলেছি । এমন ভাদ্র মাসে বাড়িতে এসে এমন বৃষ্টিময় ভাদ্র মাসের দিন উপভোগ করতে পেরে কি যে ভাল লাগছে ,তা শুধু আমি ই জানি ,বলে বোঝাতে পারব না ।
তবে মাঝে মাঝে এমন দিনে সবারই উচিৎ অতিত কে নিয়ে একটু ভাবা,সোনালী দিনে হারিয়ে যাওয়া ।
0 Comments