Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ভাদ্র মা‌সের বৃ‌ষ্টি

ভাদ্র মাস । কত দিন ভাদ্র মা‌সের বৃ‌ষ্টি উপ‌ভোগ কর‌তে পা‌রি না । জীবন ও জী‌বিকার জন্য বা‌ড়ির বাই‌রে থাক‌তে হয় । 

 শহু‌ররে জীব‌নে কখন আ‌সে আষাঢ় ,কখন আ‌সে ভাদ্র সে ভা‌বে বুঝ‌তে  পা‌রি না ।  ভাদ্র মা‌সের দৃশ্য পট আমার চো‌খে মা‌ঝে ম‌ধ্যে ভে‌সে উ‌ঠে । ছোট বেলায় কত ভা‌বে যে উপ‌ভোগ করতাম দিন গু‌লো‌কে ,তা ব‌লে বোঝা‌তে পারব  না । 

আজ ছোট বেলার সেই সেব দিন শুধুই  স্মৃ‌তি । সম‌য়ের স্রো‌তে আমরা শুধুই  সাম‌নের দি‌কে ছু‌টে চল‌ছি ,‌পিছ‌নে ফি‌রে তাকাবার সময় কা‌রো নেই । এভা‌বেই  এক দিন সব শেষ হ‌য়ে যা‌বে । 

দুই তিন দি‌নের ছু‌টি নি‌য়ে শ্রীপুর থে‌কে বা‌ড়ি‌তে আসলাম । মা‌ঝে ম‌ধ্যেই  বৃ‌ষ্টি হ‌চ্ছে । ক‌চি সবুজ ধা‌নে চা‌রি‌দিক ভ‌রে গে‌ছে । পানাপুকু‌রে কচু‌রি পানায় ভ‌রে গে‌ছে ।  চা‌রি দি‌কে শুধু সবুজ আর সবুজ । হালকা সবুজ প্রকৃ‌তি আমার চোখ কে এক অবর্ণনীয় আরাম দি‌চ্ছে । 

অ‌ফি‌সে সারা‌দিন ক‌ম্পিউটার ম‌নিট‌রের দি‌কে  তা‌কি‌য়ে থাক‌তে হয় । আজ সবুজ প্রকৃ‌তি‌তে এ‌সে চোখ দু‌টো যেন খুঁ‌জে পে‌য়েছে  আসল প‌রি‌বেশ,আসল ঠিকানা । 

পুকু‌রে ছিপ দি‌য়ে মাছ ধরলাম । মাছ ধরার মজাটাই  অন্য রকম । যে কখ‌নো জাল বা ছিপ দি‌য়ে মাছ ধ‌রে নি ,‌সে এস‌বের আনন্দ উপ‌ভোগ যে কি রকম তা বুঝ‌তে পার‌বে না । 
‌ছোট বেলায় কত মাছ ধ‌রে‌ছি ,‌ তা আজ স্মৃ‌তি ছাড়া কিছু নয় । 

এখ‌নো বা‌ড়ি‌তে এ‌সে একটু সময় পে‌লেই ছিপ নি‌য়ে পুকুর ঘা‌টে ব‌সে যাই  । 
বা‌ড়ি‌তে এ‌সে এবার তেমন কোথাও যে‌তে পা‌রি নি ।‌ থে‌কে থে‌কে বৃ‌ষ্টি ঝর‌ছে । আমা‌দের বা‌ড়ি একদম মফস্বল গ্রা‌মে । বা‌ড়ির পা‌শের রাস্তা ঘাট কাঁদায় ভ‌রে গে‌ছে । বে‌শি বৃ‌ষ্টি হ‌লে রাস্তা কাঁদায় ভ‌রে যায় । আমা‌দের বা‌ড়ির প‌শ্চিম পা‌শে আ‌গে যাতায়া‌তের জন্য একটা আইল ছিল । ছোট নদীটা‌তে ছিল বাঁ‌শের সাঁ‌কো । সম‌য়ের ব্যবধা‌নে আইলটা ছোট রাস্তায় রুপান্ত‌রিত হ‌য়ে‌ছে । বাঁ‌শের সাঁ‌কোর প‌রিব‌র্তে একটা ব্রীজ হ‌য়ে‌ছে । 

ভাদ্র মা‌সে যখন খুব বৃ‌ষ্টি হ‌তো ,ধা‌নের নিচু জ‌মি গু‌লো জ‌লের নি‌চে তলি‌য়ে যেত । তখন আমরা জাল বা মাছ ধরার বি‌ভিন্ন উপকরণ দি‌য়ে মাছ ধরতাম । কত রকম যে দেশীয় মাছ ছিল ব‌লে বোঝা‌তে পারব না । আজকাল জমি‌তে প্রচুর প‌রিমা‌ণে সার আর কীটনাশক দেওয়ার ফ‌লে দেশীয় জা‌তের মা‌ছের প‌রিম‌াণ নেই  বল‌লেই  চ‌লে । 

 সকাল বেলা আ‌মি ছাতা মাথায় দি‌য়ে হেঁ‌টে হেঁ‌টে  ব্রীজটার কা‌ছে গেলাম । চা‌রি‌দি‌কে চে‌য়ে চে‌য়ে দেখ‌ছি গ্রা‌মের প্রকৃ‌তি । ছোট বেলার দৃশ্যপট চো‌খের সাম‌নে ভে‌সে ভে‌সে উঠ‌ছে । আহা! কত মধুর ছিল সেই  সোনালী দিন গু‌লি । ম‌নের ম‌ধ্যে একটা গোপন বেদনা গুম‌রে গুম‌রে যেন কেঁ‌দে উঠ‌লো । 

একটু অদূ‌রেই  এক জন‌কে দেখলাম মাছ ধরার যন্ত্র দি‌য়ে মাছ ধর‌ছে । এমন বৃ‌ষ্টিময় ভাদ্র মা‌সে আ‌গে কত যে ম‌াছ ধরতাম ,তার হি‌সেব নেই । সেই  ছে‌লে‌টি‌কে মাছ ধর‌তে দে‌খে  আ‌মি যেন অ‌তি‌তের দিন গু‌লো‌তে  হা‌রি‌য়ে গেলাম । 

দু‌রে তা‌কি‌য়ে দে‌খি দুই এক জন ধান ক্ষে‌তের আইল দি‌য়ে চলা‌ফেরা কর‌ছে । ম‌নে হ‌চ্ছে মাছ ধরার জন্য হয়‌তো তারাও ঘোরা‌ফেরা কর‌ছে । 
ব্রী‌জে একা‌কি দাঁ‌ড়ি‌য়ে দাঁ‌ড়ি‌য়ে কত কি যে ভাব‌ছি তার হি‌সেব নেই ।  এমন বৃ‌ষ্টিময় ভাদ্র মা‌সে ছোট বেলায় কত কি‌যে করতাম । সম‌য়ের সা‌থে সা‌থে আ‌মি যেন দু‌রে চ‌লে গে‌ছি । ছোট বেলার সাথীরা আজ কে যে কোথায় ,অ‌নে‌কের খবরই  জা‌নি না । 

‌কেউ কেউ  ভার‌তে  চ‌লে  গে‌ছে । কেউ নি‌জের সংসার নি‌য়ে  ব্যস্ত । যে যার ভূব‌নে ব্যস্ত র‌য়ে‌ছে । আ‌মি শুধু সেই  সব  দি‌নের কথা ভে‌বেই  চ‌লে‌ছি  । এমন ভাদ্র মা‌সে বা‌ড়ি‌তে এ‌সে  এমন বৃ‌ষ্টিময় ভাদ্র মা‌সের দিন উপ‌ভোগ কর‌তে পে‌রে কি যে ভাল লাগ‌ছে ,তা শুধু আ‌মি ই  জা‌নি ,ব‌লে বোঝা‌তে  পারব না । 

ত‌বে মা‌ঝে মা‌ঝে  এমন দি‌নে সবারই  উ‌চিৎ  অ‌তিত কে নি‌য়ে একটু  ভাবা,‌সোনালী দি‌নে হা‌রি‌য়ে  যাওয়া । 

Post a Comment

0 Comments