Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

আ‌শ্বি‌নের সকাল

তা‌রিখঃ১০/১০/২০২১ইং

আ‌শ্বিন মাসটা আমার খুবই প্রিয় । এ সময়টা আমা‌কে সেই ছোট বেলা থে‌কেই  খুব বি‌মো‌হিত  ক‌রে । 
আ‌মি বার বার ফি‌রে যাই  আমার শৈশ‌বের সেই  আ‌শ্বি‌নের  সোনালী সকাল বেলা‌তে । 
আ‌শ্বি‌নের সকাল বেলা আকাশ থা‌কে মেঘ মুক্ত,প্রকৃ‌তি থা‌কে ঝকঝ‌কে প‌রিস্কার । সূ‌র্যোদ‌য়ের দৃশ্যটা অসাধারণ ম‌নে হয় আমার কা‌ছে । 
নানা রকম পা‌খির কলতা‌নে সকাল বেলাটা ভ‌রে থা‌কে । খেঁক শিয়াল আর বন বিড়াল রা‌তের ডিউ‌টি শেষ ক‌রে আপন ঠিকানায় ফি‌রে যায় । দূ‌রে মোর‌গের ডাক শু‌নে মন ভ‌রে যায় । মোরগ ফু‌লের মত রং ধারন ক‌রে সূর্যটা ও‌ঠে পুব আকা‌শে । 

সক‌াল বেলা হালকা শি‌শির আর কুয়াশা প‌ড়ে । প্রকৃ‌তি থা‌কে স‌জিব আর স‌তেজ । ঘুমন্ত প্রকৃ‌তি ধী‌রে ধী‌রে জে‌গে ও‌ঠে । গ্রা‌মের মানুষ সকাল সকাল বিছানা ছে‌ড়ে উ‌ঠে প‌ড়ে । 
‌ছোট বেলায় আ‌মি খা‌লি পা‌য়ে ঘা‌সের উপর দি‌য়ে হে‌টে বেড়াতাম সকাল বেলায় । 

আ‌শ্বিন মা‌সে নরম ঘা‌সের উপর খা‌লি পা‌য়ে হে‌টে বেড়া‌নোর মজাটাই ছিল অন্যরকম অনুভূ‌তির । সেই  সব দি‌নের স্মৃ‌তি গু‌লো এখ‌নো ম‌নের কো‌ণে ভে‌সে উ‌ঠে । 
আ‌শ্বিন মা‌সের সকাল বেলায় বা‌ড়ির দরজার সাম‌নে শেফালী ফুল গাছ থে‌কে ফুল ঝ‌রে প‌ড়ে থাক‌তো । দে‌খে ম‌নে হ‌তো কে যেন ফু‌লের চাদর বিছা‌য়ে রে‌খে দি‌য়ে‌ছে । 
সক‌াল বেলা শেফালী আর বকুল ফুল কুড়া‌নোর মজার কথা লি‌খে শেষ করা যা‌বে না । 
ধী‌রে ধী‌রে ঘুমন্ত জনপদ জে‌গে ও‌ঠে । আ‌মি বা‌ড়ির পা‌শের ছোট নদীটার বাঁ‌শের সাঁ‌কোটার উপর দাঁ‌ড়ি‌য়ে দাঁ‌ড়ি‌য়ে চা‌রিপা‌শের গ্রা‌মের দৃশ্যপট দেখ‌তে থাকতাম । 
চা‌রি‌দি‌কে সবুজ ধান ক্ষেত । হালকা শি‌শি‌রে ভি‌জে গে‌ছে ধান গাছ । মাকড়সার সাদা জা‌লে শি‌শির কণা জ‌মে আ‌ছে । 
নানা রকম পা‌খির ঝাঁক দূ‌রে উ‌ড়ে যা‌চ্ছে । গ্রা‌মের ছে‌লেরা নদী‌তে বা ছোট পুকু‌রে মাছ ধরার জন্য খুব সকা‌লেই  চ‌লে এসে‌ছে । 

‌ছোট ছোট জাল আর বাঁ‌শের তৈ‌রি ছোট হেঙ্গা দি‌য়ে মাছ ধর‌ছে তারা । কেউ কেউ এ পাড়া থে‌কে সে পাড়ায় ছু‌টে যা‌চ্ছে কা‌জের প্র‌য়োজ‌নে । আ‌মি শুধু চে‌য়ে চে‌য়ে দেখতাম আর অবাক হ‌য়ে নানা কথা ভাবতাম । 

ধী‌রে ধী‌রে সাদা মে‌ঘের দল উড়ে যেত দূর দিগ‌ন্তে । আ‌মি বিমনা অবাক হ‌য়ে তা‌কি‌য়ে থাকতাম । 




Post a Comment

0 Comments