Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

উৎপাত

তা‌রিখঃ ১২/১০/২০২১

উৎপাতঃ বা‌ড়ি‌তে যাওয়ার জন্য চন্দ্রায় টি‌কিট কাউন্টা‌রে ব‌সে আ‌ছি । আ‌শ্বি‌নের তীব্র রৌদ্র আর প্রচন্ড গর‌মে অসহনীয় অবস্থা । 

মাওনা থে‌কে  ভোগড়া বাইপা‌সে এ‌সে  টি‌কিট না পে‌য়ে একপ্রকার যুদ্ধ ক‌রে আজ‌মেরী গা‌ড়ি‌তে উ‌ঠে চন্দ্রায় পৌঁছা‌নোর পর একটা কোন রক‌মে টি‌কিট‌  ম্যা‌নেজ করলাম । 

দূর্গা পুজায় ঘর মুখী মানু‌ষের ঢল নে‌মে‌ছে । দে‌খে ম‌নে ম‌নে ভাবলাম কে ব‌লে দে‌শে হিন্দু নেই । সবাই  যে যার মত গ্রা‌মের বা‌ড়ির দি‌কে ছুট‌ছে । 

সা‌ড়ে ছয়টায় গা‌ড়ি । আড়াই ঘন্টা অ‌পেক্ষা কর‌তে হ‌বে । কাউন্টা‌রে ব‌সে আ‌ছি । 
শুরু হল ক‌ঠিন উৎপাত । ছোট ছে‌লে ,‌বাচ্চা মে‌য়ে ,আধবয়সী নারী , মধ্য বয়সী ম‌হিলা ,বৃদ্ধ ,বৃদ্ধা নানা রক‌মের লোক আস‌ছে ভিক্ষার জন্য । কেউবা আস‌ছে চি‌কিৎসার টাকার জন্য, মে‌য়ের বিয়ে দে‌বে তার জন্য । 
আবার কেউ কেউ আস‌ছে  সৃ‌ষ্টিকর্তার ঘর নির্মা‌ণের জন্য সহায়তা চাই‌তে । 

এম‌নি‌তে তীব্র গর‌মে ওষ্ঠাগত অবস্থা ,তার উপর এমন উৎপাত । কত জন‌কে আর সহায়তা করা যায় ? ক্ষুদ্র মানুষ আ‌মি । ও‌দের জন্য কি ই বা কর‌তে পা‌রি । আজকাল তো আবার এক টাকা দুই টাকা কেউ নি‌তে  চায় না । 
কমপ‌ক্ষে হ‌লেও এক হাত অর্থাৎ পাঁচ টাকা দি‌তে হয় । 

যারা নিম্ম‌বিত্ত শ্রেণীর ভিক্ষুক ,তারা হয়‌তো দুই টাকা গ্রহণ ক‌রে ,বা‌কিরা তো এমন ভাব দেখায় ,তখন ম‌নে হয় ভিক্ষা দি‌তে গি‌য়ে  বড় ধর‌নের কোন অপরাধই  ক‌রে ফেললাম হয়‌তো । 

সবাই‌কে  তো আর মাপ ক‌রেন কথা‌টি  বলাও যায় না । য‌দি কেউ  ব‌লে  ব‌সে, মাপ করব না । তখন তো নতুন জঞ্জাল শুরু হ‌বে । 

ও‌দের উৎপা‌তের জন্য একট‌ু হাটাহা‌টি  করলাম । চা,নাস্তা খে‌য়ে  আবার কাউন্টা‌রে  এসে  বসলাম  । হায় ভগবান ! আবার শুরু হল উৎপাত । ক‌য়েক মি‌নিট পর পর এ‌সে ব‌লে বাবা কিছু দান ক‌রো । 
মাথা না‌ড়ি‌য়ে বোঝা‌তে চাই  আ‌মি দুঃ‌খিত । 
আমি  দাতা কর্ণ  নই  । আ‌মি একজন সাধারণ মানুষ । আমার প‌ক্ষে সবাই‌কে  সহায়তা করা সম্ভব নয় । 

‌দেশ উন্নয়নশীল দে‌শের তা‌লিকায় স্থান পে‌তে চ‌লে‌ছে । মাথা‌পিছু আয় না‌কি অ‌নেক বৃ‌দ্ধি  হ‌য়ে‌ছে আ‌গের চে‌য়ে । জীবন যাত্রার মান অ‌নেক উন্নত হ‌য়ে‌ছে । তাহ‌লে এমন চিত্র কেন দেখ‌তে হয় আমা‌দের ?  
প্র‌য়োজন আইন মা‌নে না । ক্ষুধার জ্বালা নী‌তিকথা শো‌নে না । 

ভা‌বি, উন্নয়ন শুধু কাগ‌জে কল‌মে নয় তো ?
‌বি‌ভিন্ন স্থান ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হ‌চ্ছে । কোথাও কোথাও না‌কি ভিক্ষুক খুঁ‌জেও পাওয়া যায় না । 

তাহ‌লে আমার মত সাধারণ জনগন কেন একটু শা‌ন্তি‌তে টি‌কিট কাউন্টা‌রে ব‌সে থাক‌তে পার‌বে না ? এর উত্তর দে‌বে কে ?

Post a Comment

0 Comments