Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ঠাঠা পড়া গরম

তা‌রিখঃ ০৫.০৬.২০২৩

‌জৈষ্ঠ্য মাস । গর‌মের মাস । গ্রীষ্ম কাল । ছোট বেলা থে‌কেই জে‌নে এ‌সে‌ছি এমন সময় এ খুব গরম পড়ে । রো‌দের তাপ বা‌ড়ে । মা‌ঝে মা‌ঝে ঝড় বাতাস হয় । বৃ‌ষ্টি প‌ড়ে । ব্যা‌ঙের ডাক শোনা যায় । 

ছ‌বিঃ সংগৃহীত 
আবহাওয়ার ম‌ধ্যে ব্যা‌লেঞ্চ থাক‌তো । ইদা‌নিং কোন কিছুরই নিয়ম নী‌তি নেই । সব কিছু যেন প‌রিবর্ত‌নের  স্রো‌তে ভে‌সে যা‌চ্ছে ।
জল বায়ুর প‌রিবর্ত‌নের ফ‌লে প‌রি‌বে‌শের উপর জ‌টিল প্রভাব পড়‌তে শুরু ক‌রে‌ছে । ‌কিছু দিন থে‌কে ঠাঠা পড়া গরম পড়‌তে শুরু ক‌রে‌ছে । 

আ‌গের মত আর সময় মত বৃ‌ষ্টি হয় না, কুঁয়াশা প‌ড়ে না । দিন দিন শী‌তের প‌রিমান কম‌তে শুরু ক‌রে‌ছে । শীত কাল‌ে তেমন শীত প‌ড়ে না । গর‌মের প‌রিমান দ্রুত বাড়‌তে শুরু ক‌রে‌ছে ।  দে‌শে আর আগের মত ঋতু প‌রিবর্ত‌নের খেলা অনুভব হয় না । ষড় ঋতুর দে‌শে এখন আর ছয়‌টি ঋতু প‌রিল‌ক্ষিত হয় না ।

মানুষ প্রকৃ‌তির উপর যেভা‌বে অত্যাচার শুরু ক‌রে‌ছে,তা‌তে ক‌রে প‌রি‌বে‌শের ভারসাম্য নষ্ট হ‌বে  এটাই  স্বাভা‌বিক । নি‌র্বিচা‌রে গাছ পালা কে‌টে প‌রিস্কার ক‌রে ফেল‌ছে । ফস‌লি জ‌মি‌তে অ‌নিয়ন্ত্রিত ভা‌বে সার,কীটনাশক ব্যবহার করা হ‌চ্ছে ।  যে হা‌রে গাছ পালা কাটা হ‌চ্ছে, সে তুলনায় গাছ লাগা‌নো হ‌চ্ছে না । য‌দিও লাগা‌নো হ‌চ্ছে ,‌সেভা‌বে বড় গাছ হ‌চ্ছে না । 
আ‌গে আ‌শে পা‌শে কত বড় বড় গাছ দেখ‌তে পেতাম । এখন গাছ দে‌খি কিন্তু বড় বড় গাছ তেমন চো‌খে প‌ড়ে না । 

ঠাঠা পড়া গর‌মে জন জীবন অ‌তিষ্ঠ হ‌য়ে প‌ড়ে‌ছে । তার উপর দে‌শে চল‌ছে ভয়াবহ ধরনের লোড শে‌ডিং । বিদ্যুৎ যায় না,মা‌ঝে মা‌ঝে আ‌সে এরকম অবস্থা চল‌ছে । যারা দেশ চালা‌চ্ছে তারা কত কথাই বল‌ছে, জনগ‌নের কথা বু‌ঝি কেউ ভা‌বে না । সব কিছুর ঊর্ধ্বগ‌তির বাজা‌রে মানুষ যে রা‌তে একটু শা‌ন্তি‌তে ঘুমা‌বে তারও কোন উপায় নেই ।  

এই  ঠাঠা পড়া গরম ক‌বে কম‌বে,তার নিশ্চয়তা নেই । গর‌মের ফ‌লে মানু‌ষের জীবন হাঁসফাস কর‌ছে । গরম পড়ুক, মানু‌ষের কষ্ট হোক,তা‌তে কার কি আ‌সে যায় ?

Post a Comment

0 Comments