যামিনী রায়
যেখানেই নারী
সেখানেই বাড়াবাড়ি,
বসে গল্পের হাট
ভাঙ্গে হাটে হাড়ি ।
ধরনীর যত বড় ঘটনা
ঘটে নি নারী ভিন্ন,
রাবণ মরেছে সীতার কারণে
এজিদ জয়নাবের জন্য ।
হেলেনের জন্য ট্রয় নগরী
জ্বলে পুড়ে হয়েছে ধ্বংস,
সীতার কারণে পুড়েছে লঙ্কা
মরেছে রাবণ বংশ ।
নারী কখনো মা ভগ্নী,কখনো প্রেয়সী,
কখনো ছলনাময়ী সর্বনাশী,
নারীর কারণে বেঁধেছে কত রক্ত ক্ষয়ী যুদ্ধ,
তবুও নারীরে ভাল বাসি ।
একটি কথা জেনে রাখো
কহুরুপী নারী,
নারীকে নিয়ে অযথা তাই
করো না বাড়াবাড়ি ।
তাং ০৩.০৯.২০০৪
নয়ানী বাগডোকরা (মাষ্টার পাড়া)
ডোমার,নীলফামারী ।
ছবিঃ সংগৃহীত
0 Comments