যৌতুক নিয়ে আমার একটি পোষ্ট : আমাদের এলাকার এক মেয়ের বিয়ে ঠিক হয়েছে । মেয়েটিকে বললাম তোমার বর কি করেন ? মেয়েটি গর্বের সাথে উত্তর দিল ,সে ফার্স্ট ক্লাশ অফিসার ,শিক্ষা ডিপার্টমেন্টে রয়েছেন । বললাম খুব ভাল । তবে খুব ভালটা শেষ পর্যন্ত ভাল আর থাকল না যখন শুনলাম ,ফার্স্ট ক্লাশ অফিসার ফার্স্ট ক্লাশ টাইপের যৌতুকের (প্রায় বিশ লাখ ) বিনিময়ে বিয়ে করছেন । এই হল আমাদের সমাজ ব্যবস্থা ।
পোষ্টটি পড়ে আমাদের এলাকার জি রায় নামের একটি মেয়ের প্রতিক্রিয়া :
এই পোষ্ট টা কি আমাকে উল্লেখ করে বলা হয়েছে? মানুষের সর্ম্পকে এসব পোষ্ট দেওয়ার কোন মানে হয়। আমার বর ফাস্ট ক্লাস অফিসার আমি গর্বের সাথে বলতেই পারি। তার যোগ্যতা অনুযায়ী সে ৩০ লাখ টাকার উপরে পাওয়ার যোগ্য, এমনকি অনেক মেয়ের বাবা ৩০ লাখ টাকার উপরে দেওয়ার জন্য দিনের পর দিন ধান্দা দিয়ে পরে ছিল তবুও পায় নি। আর এখানে ২০ লাখ টাকার কথা বলতেছেন। আজকালকের দিনে ২০ লাখ টাকা বিড়ি সিগারেটের টাকা।
সরি আপনাকে ফ্রেন্ড লিস্টে রাখতে পারলাম না, ব্লক মারলাম, আপনাকে যতটা ভাল মনে করতাম আসলে আপনি ততটা না ।
বি:দ্র : এই হল আমাদের এলাকার কিছু তথাকথিত শিক্ষিত অজ্ঞ মেয়ের মনোভাব । বাবা মা,ভাই ,বোনের কি হয় হোক ,যৌতুক দিয়ে ভাল ছেলের সাথে এমন মেয়েদের বিয়ে দিতে না পারলে এরা নিজেকে অধম মনে করে ।
এমন স্বার্থ পর মানুৃষের জন্যই মরণব্যাধীর মত যৌতুকপ্রথা দিন দিন গোটা সমাজে বিশেষ করে উত্তর বঙ্গে ছড়িয়ে পড়ছে ।
No comments:
Post a Comment