স‌খির ভালবাসা - Jamini Kishore Roy

স‌খির ভালবাসা

Share This
স‌খির ভালবাসা -২৪২
যা‌মিনী রায়

য‌দি স‌খি ভালবা‌সো
‌কেন দু‌রে থা‌কো,
এত ডা‌কি তবু কেন
কা‌ছে আ‌সো না‌কো ।
দু‌রে তু‌মি স‌রে থা‌কো
আমায় দেখ‌লে হা‌সো,
স‌ত্যি ক‌রে বল তো তু‌মি
কা‌রে ভালবা‌সো ?
দু‌রে দু‌রে থা‌কো স‌খি
কা‌ছে আ‌সো না,
নীরব চাহনী তোমার
ভাল লা‌গে না ।
‌চো‌খের ভাষায় কি যে বল
বু‌ঝি না তো ভাষা,
য‌দি তু‌মি দি‌তে চাও
স‌খি দাও ভাল বাসা । 

১৯.০৯.২০০৪
‌নিজ বাস ভবন,মাস্টার পাড়া,
নয়ানী বাগ‌ডোকরা,
‌ডোমার,নীলফামারী।
ছ‌বিঃ সংগৃহীত

No comments:

Post a Comment

Pages