যামিনী রায়
শরৎ আকাশে দেখি মেঘের দল
দুরে চলে যায় ভেসে ভেসে,
এমন আকুলতায় আমার এ উদাসী মন
মেঘের মত যেতে চায় দূর কল্পদেশে ।
চারিদিকে অবারিত ধান ক্ষেত সবুজে ভরা
হাওয়ায় দোল খায় শুভ্র কাঁশ,
আমার এ মনকে উদাসী করে তোলে
আশ্বিনের এত বড় অকূল আকাশ ।
বুঁনো হাঁসের ঝাঁক উড়ে যায় দূরে
সোনালী রোদে হাসে সবুজ ঘাস,
কল্পনার ছোঁয়া লাগায় মনকে উদাসী করে
শরতের অসীম অকূল নীলাকাশ ।
হালকা কুয়াশা মনে জাগায় আশা
মাথা উঁচু করে দাঁড়িয়ে সবুজ বন,
এমন আকুলতায় বড় ব্যাকুলতায়
কল্পনায় ভাসতে চায় আমার এ উদাসী মন ।
২০/০৯/২০০৪
নিজ বাস ভবন,মাস্টার পাড়া,
নয়ানী বাগডোকরা,
ডোমার,নীলফামারী ।
ছবিঃ সংগৃহীত
0 Comments