Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

একাকী

একাকী -২৪৪
যা‌মিনী রায়

সবাই য‌দি চ‌লে যায়
‌কেউ ফি‌রে না চায়,
ত‌বে একলা চল আপন ম‌নে
আপন প‌থে হায় ।
য‌দি তোমায় ছে‌ড়ে চ‌লে যায়
এ‌কে এ‌কে স‌বে,
ত‌বে একলা চল সঙ্গী বিহীন
‌কেন না একাই এ‌সেছ ভ‌বে ।
একাকী এ‌সেছ একাকী যা‌বে
মাঝ প‌থে শুধু দেখা,
‌কেন অকারণ সঙ্গী বিহীন হ‌লে
‌নি‌জে‌কে ভা‌বো একা । 
চল‌তে চল‌তে প‌থের মা‌ঝে
‌কেউ য‌দি দেয় ফাঁ‌কি,
ত‌বে তার ত‌রে কেঁ‌দে না ম‌রে
চল‌তে থা‌কো আপন প‌থে একাকী ।

২৮/০৯/২০০৪
নিজ বাস ভবন,মাষ্টার পাড়া,
নয়ানী বাগ‌ডোকরা,
‌ডোমার,নীলফামারী ।
ছ‌বিঃ সংগৃহীত

Post a Comment

0 Comments