যামিনী রায়
এই খানে শুয়ে আছি গাছের ছায়ায়
আহা! কি অপরুপ-মনোরম ঘাস,
মাথার পরে আশ্বিনের অকুল আকাশ
এমন প্রকৃতি বাংলা ছাড়া আর কোথা পাওয়া যায়?
চারিদিকে মাঠ ভরা অবারিত ধান
ক্ষেত; হাওয়ায় দোলে শুভ্র নরম কাঁশ,
পুকুরের জলে ভাসে শাপলা-শালুক আর দলবদ্ধ হাঁস
এমন দৃশ্য দেখে মনে জাগে গান।
সাদা ছেড়া মেঘ উড়ে যায় ভেসে ভেসে
নীলাম্বরী শাড়ী পড়ে চেয়ে আছে বুঝি আকাশ
জ্যোৎনা ছড়িয়ে রাতে চাঁদ ওঠে হেসে
শরীরে দোলা দেয় শরতের নির্মল বাতাস।
এইখানে শুয়ে আছি -আঁধারে আলো দেয় জোনাকি
এমন দৃশ্য দেখে মনে হয় হাজার বছর বেঁচে থাকি ।
ছবিঃসংগৃহীত
0 Comments