Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ঠাঁই

ঠাঁই - ২৪৬

     যা‌মিনী রায়


ভীরু কাপুরুষ দূর্বল
আর অল‌সের ঠাঁই,
‌চির‌দিন পশ্চাৎপর তারা
তা‌দের ঠাঁই কোথাও নাই।
অলস পরশ্রীকাতর
আর পর মুখা‌পেক্ষী মুখ,
প‌ড়ে থা‌কে মৃ‌তের ন্যায়
পায় না কভু সুখ ।।
হতাশা আর নিরাশার তি‌মির
থা‌কে তা‌দের বু‌কে,
অ‌ন্যের সুখ দে‌খে আফ‌সোস করে
তাই থা‌কে সদা দুঃ‌খে ।
ম‌লিন বে‌শে প‌ড়ে থা‌কে
‌যেমন ধু‌লোয় ঝ‌রে ঝরা পাতা,
ও‌দের জীবন থে‌কেও মৃত
‌চির‌দিন নিচু তা‌দের মাথা।।
সংগ্রাম উদ্যমহীন জীবন
‌থে‌কেও বড় মি‌ছে,
ভীরু কাপুরুষ দূর্বল আর অল‌সের ঠাঁই
‌চির‌দিন সবার নি‌চে ।

০১/১০/২০০৪

‌নিজ বাস ভবন
মাস্টার পাড়া,নয়ানী বাগ‌ডোকরা,
‌ডোমার,নীলফামারী ।

ছ‌বিঃ সংগৃহীত

Post a Comment

0 Comments