Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

তু‌মি

তু‌মি - ২৪৮
যা‌মিনী রায় 

তু‌মি ফুটন্ত গোলাপের ক‌লি
স্বপ্নময় বাস‌ন্তি রাত,
তু‌মি আ‌শ্বি‌নের নীলাকাশ,ফুল তোলা মেঘ
শর‌তের স্নিগ্ধ প্রভাত ।
তু‌মি চাত‌কের প্রতীক্ষার এক ফোঁটা জল
ললনার মৃদু হা‌সি,
তু‌মি গ্রী‌ষ্মের দ্বিপ্রহর
শ্যা‌মের হা‌তের হা‌সি ।
তু‌মি সবুজ প্র‌ান্তর,বর্ষায় ভরা নদী
ফস‌লে ভরা মাঠ,
তু‌মি শী‌তের রা‌তে উষ্ণ পোশাক
‌নৌকা বাঁধা ঘাট ।
তু‌মি মাধবী রাত,মধু যামিনী
ঘন‌ঘোর শ্রাবণ সন্ধ্যা,
তু‌মি শিউ‌লি কা‌মিনী শাপলা পদ্ম
এক গুচ্ছ রজনী গন্ধা ।
তু‌মি দু'‌চো‌খের স্বপ্ন
এক টুকরা আশা,
তু‌মি প্রা‌ণের প্রাণ
আমার ভালবাসা ।

১৩/১০/২০০৪ ইং
‌নিজ বাস ভবন,মাস্টার পাড়া,নয়ানী বাগ‌ডোকরা,‌ডোমার,নীলফামারী । 
ছ‌বিঃ সংগৃহীত

Post a Comment

0 Comments