Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

সম‌বেদনা

সম‌বেদনা - ২৪৯
যা‌মিনী রায়

‌হে মানুষ দি‌য়ো না লাঞ্চনা
‌দে‌খিও না ভয়,
হয়‌তো এক‌দিন একাকী আ‌মি
‌বিশ্ব‌কেও কর‌তে পা‌রি জয়।
‌কেন এত তা‌চ্ছিল্য কর
শু‌নে মোর গান,
না জে‌নে না বু‌ঝে কেন
কর অপমান ।
মম এ অবস্থা দে‌খে
‌কেন মুখ টি‌পে হা‌সো,
ঘৃণা ক‌রিও না ত‌বে
য‌দি ভাল না বা‌সো ।
‌কেন এত উপহাস কর
‌দে‌খে মোর এ হাল,
ভা‌গ্যের চাকা ঘুর‌তেও পা‌রে
ভাগ্য ফির‌তেও পা‌রে কাল ।
‌হে মানুষ কা‌রো দুরবস্থা দে‌খে
কখ‌নো হে‌সো না,
সাহা‌য্যের হাত য‌দি বাড়াই‌তে না পার
ত‌বে জানাইও সম‌বেদনা ।

১৫/১০/২০০৪ ইং
‌নিজ বাস ভবন,মাস্টার পাড়া,
নয়ানী বাগ‌ডোকরা,‌ডোমার,নীলফামারী

ছ‌বিঃ সংগৃহীত


Post a Comment

0 Comments