যামিনী রায়
জীবনে যদি কখনো হতাশা নেমে আসে
সব পরিকল্পনা বার বার ব্যর্থ হয়,
একের পর এক বদলে যায় জীবনের ছক
তবুও আশার প্রদীপ বুকে জ্বেলে এগিয়ে যেতে হয় ।
বিপদের পর বিপদ যদি আসে
জীবন যদি হতাশা আর গ্লানিতে ভরে যায়,
বুকে যদি নিরাশা বাসা বাঁধে
তবুও আশরি প্রদীপ বুকে জ্বেলে চলতে হবে সম্মুখে ।
জীবনের গতি যদি হঠাৎ থমকে দাঁড়ায়
জীবন নদীতে ভাটা পড়ে যায়,
তবু আশার প্রদীপ জ্বেলে শক্ত হাতে
ধরতে হবে হাল জীবনের নায় ।
জীবনে যদি ব্যর্থতা আসে বার বার
সফলতা কভু না দেয় ধরা,
তবুও অদম্য ক্লান্তিহীন হয়ে আশার প্রদীপ
বুকে জ্বেলে চলতে হবে আলো টুকু পুঁজি করে ।
৩০/০৯/২০০৪ ইং
নিজ বাস ভবন,নয়ানী বাগ ডোকরা,ডোমার,নীলফামারী ।
ছবিঃ সংগৃহীত
0 Comments