তুমি যদি বল - ২৫৪
যামিনী রায়
আমি গড়তে পারি ভালবাসার বিশাল ইমারত,তুমি যদি বল,হাতে নিয়ে থাকতে পারি হিমালয় পর্বত। তোমার অপেক্ষায় থাকতে পারিবার বছর দারিয়ে,তুমি যদি বলবিশ্বের সেরা কুস্তিগীরদের দিতে পারি হারিয়ে।তুমি যদি বলপাড়ি দিতে পারি প্রশান্ত মহাসাগর,তুমি যদি বলআমি ছুঁতে পারি ভাস্কর।তুমি যদি বলএনে দেব ফুটন্ত গোলাপ তোমার হাতে,তুমি যদি বলথাকতে পারি সারাক্ষন তোমার সাথেতুমি যদি বলখেতে পারি খাবার চল্লিশ টন,তুমি যদি বলদিয়ে দেব তোমার হাতে আমার এ মন। তাং ১৪/১১/০৪ইং
নিজ বাস ভবন,মাস্টার পাড়া,নয়ানী বাগডোকরা,ডোমার,নীলফামরী ।
নিজ বাস ভবন,মাস্টার পাড়া,
নয়ানী বাগডোকরা,ডোমার,নীলফামরী ।
0 Comments